পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

যেদিন আশ্বিনে শুভক্ষণে
আকাশের সমারোহ ধরণীতে পূর্ণ হয় ধনে।
প্রাচুর্য্য-প্রশান্ত তট পেয়েছে সঙ্গিনী
তরঙ্গিনী—
তপস্বিনী সে-যে, তা’র গম্ভীর প্রবাহে—
সমুদ্র-বন্দনা গান গাহে।
মুছিয়াছে নীলাম্বর বাষ্পসিক্ত চোখ,
বন্ধ-মুক্ত নির্ম্মল আলোক।
বনলক্ষ্মী শুভব্রত।
শুভ্রের ধেয়ানে তা’র মেলিয়াছে অম্লান শুভ্রতা
আকাশে আকাশে
শেফালি মালতী কুন্দে কাশে।
অপ্রগল্‌ভধরিত্রী-সে প্রণামে লুণ্ঠিত,
পূজারিণী নিরবগুণ্ঠিত,
আলোকের আশীর্ব্বাদে শিশিরের স্নানে
দাহহীন শান্তি তা’র প্রাণে।

৬৮