পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
সাগরিকা

দুজনে মিলি’ সাজায়ে ডালি বসিনু একাসনে,
নটরাজেরে পূজিনু এক মনে।
কুহেলি গেল, আকাশে আলো দিল-যে পরকাশি’
ধূর্জ্জটির মুখের পানে পার্ব্বতীর হাসি।


সন্ধ্যাতারা উঠিল যবে গিরি-শিখর ’পরে,
একেলা ছিলে ঘরে।
কটিতে ছিল নীল দুকূল, মালতী-মালা মাথে,
কাঁকন দুটী ছিল দুখানি হাতে।
চলিতে পথে বাজায়ে’ দিনু বাঁশি,
“অতিথি আমি,” কহিনু দ্বারে আসি’।
তরাস-ভরে চকিত-করে প্রদীপখানি জ্বেলে,
চাহিলে মুখে, কহিলে, “কেন এলে?”
কহিনু আমি, “রেখো না ভয় মনে,
তনু দেহটী সাজাবো তব আমার আভরণে।”
চাহিলে হাসি-মুখে,
আধো-চাঁদের কনক-মালা দোলানু তব বুকে।

৭১