পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বরণ

পুরাণে ব’লেছে
একদিন নিয়েছিলো বেছে
স্বয়ম্বর সভাঙ্গনে দময়ন্তী সতী
নর-নরপতি,—
ছদ্মবেশী দেবতার মাঝে।
অর্ঘ্যহারা দেবতারা চ’লে গেল লাজে।
দেবমূর্ত্তি চিনেছে সে দিন,
তা’রা-যে ফেলে না ছায়া, তা’রা অমলিন।
সেদিন স্বর্গের ধৈর্য্য গেল টুটি’,
ইন্দ্রলোক করিল ভ্রূকুটি॥


তাই শুনে কত দিন একা ব’সে ব’সে
ভেবেছিনু বালিকা বয়সে,
আমি হবো স্বয়ম্বরা বিশ্ব সভাতলে,—
দেবতারি গলে
দিব মালা তপস্বিনী,
মানবের মাঝখানে একদিন লবো তা’রে চিনি’
তারি লাগি সর্ব্ব দেহে মনে
দিনে দিনে বরমাল্য গাঁথিব যতনে॥

৭৪