পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বরণ

কঠিন সে পণ,
ভাবিনি কেমনে তা’রে করিব সাধন।
মানুষ-যে দেশে দেশে
কত ফেরে দেবতার ছদ্মবেশে;
ললাটে তিলক কারো লেখা,
দেখিতে দেখিতে তা’র কালো হ’য়ে ওঠে স্বর্ণরেখা।
কারো বা কটিতে বাঁধা শরশূন্য তূণ,
কেহ করে বজ্রধ্বনি, নাহি তাহে বজ্রের আগুন।
বাতায়নে ব’সে থাকি,
কতদিন কী দেখিয়া আশ্বাসে চমকি’ উঠে আঁখি;
চেয়ে চেয়ে দ্বিধা লাগে শেষে
বৃষ্টি হ’তে হ’তে দেখি শিলা পড়ে এসে॥


একদিন রৌদ্রের বেলায়
মধ্যাহ্ণের জনতার মুখর মেলায়
রাজপথ পাশে
দাঁড়াইনু,—দেখিলাম যারা যায় আসে
তাহাদের কায়া
সম্মুখে ফেলিয়া চলে দীর্ঘতর ছায়া।

৭৫