পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৬
পত্রের প্রত্যাশা

দিনান্তে স্নেহের স্মৃতি  একবার আসে নিতি
কলরব-ভরা প্রীতি লয়ে তার মুখে,
দিবসের ভার যত   তবে হয় অপগত
নিশি নিমেষের মতো কাটে স্বপ্নসুখে।

সকলই তো মনে আছে,  যতদিন ছিল কাছে
কত কথা বলিয়াছে কত ভালোবেসে—
কত কথা শুনি নাই,  হৃদয়ে পায় নি ঠাঁই,
মুহূর্ত শুনিয়া তাই ভুলেছি নিমেষে।
পাতা পোরাবার ছলে  আজ সে যা-কিছু বলে
তাই শুনে মন গলে, চোখে আসে জল—
তারি লাগি কত ব্যথা,  কত মনোব্যাকুলতা,
দু-চারিটি তুচ্ছ কথা জীবনসম্বল।

দিবা যেন আলোহীনা   এই দুটি কথা বিনা—
‘তুমি ভালো আছ কি না’ ‘আমি ভালো আছি’।
স্নেহ যেন নাম ডেকে  কাছে এসে যায় দেখে,
দুটি কথা দূর থেকে করে কাছাকাছি।
দরশ পরশ যত    সকল বন্ধন গত,
মাঝে ব্যবধান কত নদীগিরিপারে—
স্মৃতি শুধু স্নেহ বয়ে   দু হু করস্পর্শ লয়ে
অক্ষরের মালা হয়ে বাঁধে দুজনারে।

কই চিঠি! এল নিশা,  ভিজিয়ে ডুবিল দিশা
সারা দিবসের তৃষা রয়ে গেল মনে।