পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দেশের উন্নতি
১৩৯

হোথায় দেখো খাটিয়া মরে,
দেশে বিদেশে ছড়ায়ে পড়ে,
জীবন দেয় ধরার তরে
ম্লেচ্ছসংসার!

ফুকারো তবে উচ্চরবে
বাঁধিয়া এক সার-
মহৎ মোরা বঙ্গবাসি
আর্যপরিবার!


১৯ জ্যৈষ্ঠ ১৮৮৮