পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


প্রথম ছত্রের সূচী
অকূল সাগর-মাঝে চলেছে ভাসিয়া ২৩৭
অন্ধকার তরুশাখা দিয়ে ২৩০
আপন প্রাণের গোপন বাসনা ২০০
আবার মোরে পাগল ক'রে দিবে কে ৩০
আমি এ কেবল মিছে বলি ৩৪
আমি রাত্রি, তুমি ফুল। যতক্ষণ ছিলে কুড়ি ২৪১
আর্দ্র তীব্র পূর্ববায়ু বহিতেছে বেগে ৫০
এ মুখের পানে চাহিয়া রয়েছ ২৩১
একদা এলোচুলে কোন্‌ ভুলে ভুলিয়া ২৮
এমন দিনে তারে বলা যায় ২০৫
ওই-যে সৌন্দর্য লাগি পাগল ভুবন ৮২
ওই শোনো, ভাই বিশু ১৮৮
ওগো, কে তুমি বসিয়া উদাসমুরতি ১৮২
ওগো, তুমি অমনি সন্ধ্যার মতো হও ২৩৯
ওগো, ভালো করে বলে যাও ২১৭
ওগো সুখী প্রাণ, তোমাদের এই ২৩৫
কত বার মনে করি, পূর্ণিমানিশীথে ১০১
কবিবর, করে কোন্‌ বিস্মৃত বরষে ২১৯
কাছে যাই, ধরি হাত, বুকে লই টানি ৮৩
কী স্বপ্নে কাটালে তুমি দীর্ঘ দিবানিশি ২২৬
কৃষ্ণপক্ষ প্রতিপদ। প্রথম সন্ধ্যায় ৬০
কে আমারে যেন এনেছে ডাকিয়া ১৯
১৩