পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নিন্দুকের প্রতি নিবেদন
১৫৭

লেখনীর মুখে করিতে দগ্ধ
ঘৃণার অনল জ্বলে।


ভালোবেসে যাহা ফুটেছে পরানে
সবার লাগিবে ভালো,
যে জ্যোতি হরিছে আমার আঁধার
সবারে দিবে সে আলো,
অন্তরমাঝে সবাই সমান—
বাহিরে প্রভেদ হবে—
একের বেদনা করুণাপ্রবাহে
সান্ত্বনা দিবে সবে,
এই মনে ক’রে ভালোবেসে আমি
দিয়েছিনু উপহার।
ভালো নাহি লাগে ফেলে যাবে চলে,
কিসের ভাবনা তার!


তোমার দেবার যদি কিছু থাকে
তুমিও দাও-না এনে,
প্রেম দিলে সবে নিকটে আসিবে
তোমারে আপন জেনে।
কিন্তু, জানিয়ো আলোক কখনো
থাকে না তো ছায়া বিনা—