পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


কে জানে, এ কি ভালো ২১৫
কে তুমি দিয়েছ স্নেহ মানবহৃদয়ে ৯৫
কেন তবে কেড়ে নিলে লাজ-আবরণ ১১২
চিঠি কই! দিন গেল ১০৫
ছিলাম নিশিদিন আশাহীন প্রবাসী ২৫
জীবন আছিল লঘু প্রথম বয়সে ৯৭
জীবনে জীবন প্রথম মিলন ১৯৬
ঢাকো ঢাকো মুখ টানিয়া বসন ১৪৬
তবু মনে রেখো, যদি দূরে যাই চলি ৪৭
তবে পরানে ভালোবাসা কেন গো দিলে ১১৫
তোমারেই যেন ভালোবাসিয়াছি ২১৩
থাক্‌ থাক্‌ কাজ নাই, বলিয়ো না কোনো কথা ২৪৩
দক্ষিণে বেঁধেছি নীড় ৬৯
দোলে রে প্রলয়দোলে ৭৩
নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি ২০৯
নিভৃত এ চিত্ত মাঝে ১৭
নিম্নে যমুনা বহে স্বচ্ছ শীতল ১৭৩
পরিপূর্ণ বরষায় আছি তব ভরসায় ৭৯
প্রখর মধ্যাহ্নতাপে প্রান্তর ব্যাপিয়া কাঁপে ৬৪
প্রাণমন দিয়ে ভালোবাসিয়াছে ২১১
বক্তৃতাটা লেগেছে বেশ ১৩১
বন্ধু, তোমরা ফিরে যাও ঘরে ১৬৫
বর্ষা এলায়েছে তাঁর মেঘময় বেণী ৪৮
বুঝেছি আমার নিশার স্বপন হয়েছে ভোর ২২
১৪