পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৭২
গুরু গােবিন্দ

যাও তবে সাহু, যাও রামদাস,
ফিরে যাও সখাগণ।
এসো দেখি সবে যাবার সময়
বলো দেখি সবে ‘গুরুজির জয়’—
দুই হাত তুলি বলো ‘জয় জয়
অলখ নিরঞ্জন’।

বলিতে বলিতে প্রভাততপন
উঠিল আকাশ-’পরে।
গিরির শিখরে গুরুর মুরতি
কিরণছটায় প্রোজ্জ্বল অতি,
বিদায় মাগিল অনুচরগণ—
নমিল ভক্তিভরে।


২৬ জ্যৈষ্ঠ ১৮৮৮