পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ধর্মপ্রচার
১৮৯

ওঠো, ওঠো ভাই, জাগো,
মনে মনে খুব রাগো।
আর্যশাস্ত্র উদ্ধার করি—
কোমর বাঁধিয়া লাগো।

কাছাকোঁচা লও আঁটি,
হাতে তুলে লও লাঠি।
হিন্দুধর্ম করিব রক্ষা,
খৃস্টানি হবে মাটি।

কোথা গেল, ভাই, ভজা
হিন্দুধর্মধ্বজা?
ষণ্ডা ছিল সে, সে যদি থাকিত
আজ হত দুশো মজা।

এসো মোনো, এসো ভূতো,
প’রে লও বুট জুতো।
পাদ্রি বেটার পা মাড়িয়ে দিয়ো
পাও যদি কোনো ছুতো।

আগে দেব দুয়োতালি,
তার পরে দেব গালি।
কিছু না বলিলে, পড়িব তখন
বিশ-পঁচিশ বাঙালি।