পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৯০
ধর্মপ্রচার

তুমি আগে যেয়ো তেড়ে,
আমি নেব টুপি কেড়ে।
গোলেমালে শেষে পাঁচজনে প’ড়ে
মাটিতে ফেলিয়ো পেড়ে।

কাঁচি দিয়ে তার চুল
কেটে দেব বিলকুল।
কোটের বোতম আগাগোড়া তার
করে দেব নির্মূল।

তবে উঠ, সবে উঠ—
বাঁধো কটি, আঁটো মুঠো।
দেখে ভাই, যেন ভুলে না, অমনি
সাথে নিয়ো লাঠি-দুটো।


দলপতির শিস ও গান:


প্রাণসই রে,
মনোজ্বালা কারে কই রে!

কোমরে চাদর বাঁধিয়া লাঠি হস্তে, মহােৎসাহে সকলের প্রস্থান।
পথে বিশ হারু মেনে ভুতাের সমাগম। গেরুয়বস্ত্রাচ্ছাদিত
অনাবৃতপদ মুক্তিফৌজের প্রচারক:

ধন্য হউক তোমার প্রেম,
ধন্য তোমার নাম।