পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ধর্মপ্রচার
১৯৩

ফেলি দিয়া পথে তব মহাব্রত
মাথায় লয়েছি তুলি!
এখনো তাদের ভুলিতে পারি নে,
মাঝে মাঝে জাগে প্রাণে—
চিরজীবনের সুখবন্ধন
সেই গৃহমাঝে টানে।
তখন তোমার রক্তসিক্ত
ওই মুখপানে চাহি—
ও প্রেমের কাছে স্বদেশ বিদেশ
আপনা ও পর নাহি।
ওই প্রেম তুমি করো বিতরণ
আমার হৃদয় দিয়ে,
বিষ দিতে যারা এসেছে তাহারা
ঘরে যাক সুধা নিয়ে।
পাপ লয়ে প্রাণে এসেছিল যারা
তাহারা আসুক বুকে,
পড়ুক প্রেমের মধুর আলোক
ভ্রূকুটিকুটিল মুখে।’

‘আর প্রাণে নাহি সহে,
আর্যরক্ত দহে!’
‘ওহে হারু, ওহে মাধু, লাঠি নিয়ে
ঘা-কতক দাও তো হে!’

১৩