পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৯৮
নববঙ্গদম্পতির প্রেমালাপ

বুঝি মুখ কার  মনে পড়ে, আর
মালা গাঁথিবারে হয় ভুল?
কার কথা বলি  বায়ু পড়ে ঢলি,
কানে দুলাইয়া যায় দুল?
গুন্গুন্ ছলে  কার নাম বলে
চঞ্চল যত অলিকুল?
কানন নিরালা,  আঁখি হাসি-ঢালা,
মন সুখস্মৃতি-সমাকুল—
কী করিছ বনে  কুঞ্জভবনে?
কনে॥  খেতেছি বসিয়া টোপাকুল।
বর॥ আসিয়াছি কাছে,  মনে যাহা আছে
বলিবারে চাহি সমুদয়।
আপনার ভার  বহিবারে আর
পারে না ব্যাকুল এ হৃদয়।
আজি মোর মন  কী জানি কেমন,
বসন্ত আজি মধুময়—
আজি প্রাণ খুলে  মালতীমুকুলে
বায়ু করে যায় অনুনয়।
যেন আঁখি দুটি   মোর পানে ফুটি
আশা-ভরা দুটি কথা কয়!
ও হৃদয় টুটে  যেন প্রেম উঠে
নিয়ে আধোলাজ আধোভয়!
তোমার লাগিয়া  পরান জাগিয়া
দিবসরজনী সারা হয়—