পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মায়া
২০৩

চিরদিন ধ’রে  এমনি চলিছে,
যুগ-যুগ গেছে চ’লে—
মানবের মেলা  করে গেছে খেলা
এই ধরণীর কোলে,
এই ছায়া-লাগি   কত নিশি জাগি
কাঁদায়েছে কাঁদিয়াছে,
মহাসুখ মানি  প্রিয়তনুখানি
বাহুপাশে বঁধিয়াছে।
নিশিদিন কত  ভেবেছে সতত
নিয়ে কার হাসিকথা—
কোথা তারা আজ,  সুখ দুখ লাজ
কোথা তাহাদের ব্যথা?
কোথা সেদিনের  অতুলরূপসী
হৃদয়প্রেয়সীচয়?
নিখিলের প্রাণে  ছিল যে জাগিয়া
আজ সে স্বপনও নয়!
ছিল সে নয়নে  অধরের কোণে
জীবন মরণ কত—
বিকচ সরস  তনুর পরশ
কোমল প্রেমের মতো।
এত সুখ দুখ  তীব্র কামনা
জাগরণ হাহুতাশ
যে রূপজ্যোতিরে  সদা ছিল ঘিরে
কোথা তার ইতিহাস?