পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪২
শেষ উপহার

প্রখর প্রমোদ হতে রাখিবে শীতল ক’রে
তোমার তরুণ মুখ, রজনীর অশ্রু-’পরে
পড়ি প্রভাতের হাসি দিবে শোভা অনুপম—
বিকচ সৌন্দর্য তব করিবে সুন্দরতম।

রেড্ সী ৯ কার্তিক ১৮৯০