পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মানসী
২৪৩

মৌন ভাষা

থাক্ থাক্ কাজ নাই, বলিয়ো না কোনো কথা!
চেয়ে দেখি, চলে যাই, মনে মনে গান গাই,
মনে মনে রচি বসে কত সুখ কত ব্যথা।
বিরহী পাখির প্রায় অজানা কাননছায়
উড়িয়া বেড়াক সদা হৃদয়ের কাতরতা;
তারে বাঁধিয়ো না ধরে, বলিয়ো না কোনো কথা।

আঁখি দিয়ে যাহা বলো সহসা আসিয়া কাছে
সেই ভালো, থাক্‌ তাই, তার বেশি কাজ নাই—
কথা দিয়ে বলো যদি মোহ ভেঙে যায় পাছে!
এত মৃদু এত আধো অশ্রুজলে বাধো-বাধে,
শরমে-সভয়ে-ম্লান এমন কি ভাষা আছে?
কথায় বোলো না তাহা আঁখি যাহা বলিয়াছে।

তুমি হয়তো বা পারো আপনারে বুঝাইতে,
মনের সকল ভাষা প্রাণের সকল আশা
পারো তুমি গেঁথে গেঁথে রচিতে মধুর গীতে—
আমি তো জানি নে মোরে, দেখি নাই ভালো ক’রে
মনের সকল কথা পশিয়া আপন চিতে—
কী বুঝিতে কী বুঝেছি, কী বলিব কী বলিতে।