পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মৌন ভাষা
২৪৫

কে বলিতে পারে বলো যাহা চাও এ কি তাই!
তবে ইহা থাক্‌ দূরে কল্পনার স্বপ্নপুরে—
যার যাহা মনে লয় তাই মনে করে যাই,
এই চির-আবরণ খুলে ফেলে কাজ নাই।

এসো তবে বসি হেথা, বলিয়ো না কোনো কথা।
নিশীথের অন্ধকারে ঘিরে দিক দুজনারে—
আমাদের দুজনের জীবনের নীরবতা।
দুজনের কোলে বুকে আঁধারে বাড়ুক সুখে
দুজনের এক শিশু জনমের মনোব্যথা।
তবে আর কাজ নাই, বলিয়ো না কোনো কথা।

রেড্ সী ১০ কার্তিক ১৮৯০