পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪৬
মানসী

আমার সুখ

ভালোবাসা-ঘেরা ঘরে  কোমল শয়নে তুমি
যে সুখেই থাকো
যে মাধুরী এ জীবনে  আমি পাইয়াছি তাহা
তুমি পেলে নাকো।
এই-যে অলস বেলা,  অলস মেঘের মেলা,
জলেতে আলোতে খেলা
সারা দিনমান,
এরই মাঝে চারি পাশে কোথা হতে ভেসে আসে
ওই মুখ, ওই হাসি,
ওই দু’নয়ান।
সদা শুনি কাছে দূরে  মধুর কোমল সুরে
তুমি মোরে ডাকো।
তাই ভাবি এ জীবনে  আমি যাহা পাইয়াছি।
তুমি পেলে নাকো।

কোনোদিন একদিন  আপনার-মনে শুধু
এক সন্ধ্যাবেলা
আমারে এমনি ক’রে   ভাবিতে পারিতে যদি
বসিয়া একেলা!
এমনি সুদূর বাঁশি  শ্রবণে পশিত আসি,
বিষাদকোমল হাসি
ভাসিত অধরে—