পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নিষ্ফল উপহার
২৫৩

ঈষৎ হাসিয়া গুরু পাশে দিলা রাখি,
আবার সে পুঁথি ’পরে নিবেশিলা আঁখি।
সহসা একটি বালা শিলাতল হতে
গড়ায়ে পড়িয়া গেল যমুনার স্রোতে।

‘আহা আহা’ চীৎকার করি রঘুনাথ
ঝাঁপায়ে পড়িল জলে বাড়ায়ে দু হাত।
আগ্রহে সমস্ত তার প্রাণ মন কায়
একখানি বাহু[১] হয়ে ধরিবারে যায়[২]

বারেকের তরে গুরু না তুলিয়া মুখ,
নিভৃত হৃদয়ে[৩] তাঁর জাগে পাঠসুখ।
কালো জল কটাক্ষিয়া চলে ঘুরি ঘুরি,
যেন সে ছলনাভরা সুগভীর চুরি।

দিবালোক চলে গেল দিবসের পিছু,
যমুনা উতলা করি না মিলিল কিছু।
সিক্তবস্ত্রে রিক্তহাতে শ্রান্তনতশিরে
রঘুনাথ গুরুকাছে আসিলেন ফিরে!

  1. হাত:  পাণ্ডুলিপি
  2. ধায়:  পাণ্ডুলিপি এবং কথা ও কাহিনী
  3. অন্তরে:  কথা ও কাহিনী