পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭২
পত্র

দোহাই কল্পনা তোর,   ছিন্ন কর্ মায়াডোর,
কবিতায় আর মোর নাই কোনো দাবি।
বিরহ বকুল আর  বৃন্দাবন স্তূপাকার,
সেগুলো চাপাই কার স্কন্ধে তাই ভাবি।
এখন ঘরের ছেলে  বাঁচি ঘরে ফিরে গেলে
দু দণ্ড সময় পেলে নাবার খাবার।
কলম হাঁকিয়ে ফেরা  সকল রোগের সেরা,
তাই কবি-মানুষেরা অস্থিচর্মসার।
কলমের গোলামিটা   আর নাহি লাগে মিঠা,
তার চেয়ে দুধ ঘি’টা বহুগুণে শ্রেয়।
সাঙ্গ করি এইখানে—  শেষে বলি কানে কানে,
পুরানো বন্ধুর পানে মুখ তুলে চেয়ো।

বৈশাখ ১৮৮৭