পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮৬
নারীর উক্তি

মনে আছে সেই একদিন
প্রথম প্রণয় সে তখন—
বিমল শরতকাল   শুভ্র ক্ষীণ মেঘজাল,
মৃদু শীতবায়ে স্নিগ্ধ রবির কিরণ।

কাননে ফুটিত শেফালিকা,
ফুলে ছেয়ে যেত তরুমূল।
পরিপূর্ণ সুরধুনী,   কুলুকুলু ধ্বনি শুনি,
পরপারে বনশ্রেণী কুয়াশা-আকুল।

আমা-পানে চাহিয়ে তোমার
আঁখিতে কাঁপিত প্রাণখানি।
আনন্দে-বিষাদে-মেশা   সেই নয়নের নেশা
তুমি তো জানো না তাহা— আমি তাহা জানি।

সে কী মনে পড়িবে তোমার—
সহস্র লোকের মাঝখানে
যেমনি দেখিতে মোরে  কোন্ আকর্ষণডোরে
আপনি আসিতে কাছে জ্ঞানে কি অজ্ঞানে।

ক্ষণিক বিরহ- অবসানে
নিবিড় মিলনব্যাকুলতা।
মাঝে মাঝে সব ফেলি   রহিতে নয়ন মেলি,
আঁখিতে শুনিতে যেন হৃদয়ের কথা।