পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৯০
পুরুষের উক্তি

অনন্ত বাসরসুখ যেন
নিত্যহাসি প্রকৃতিবধুর।
পুষ্প যেন চিরপ্রাণ,   পাখির অশ্রান্ত গান,
বিশ্ব করেছিল ভান অনন্ত মধুর।

সেই গানে, সেই ফুল্ল ফুলে,
সেই প্রাতে, প্রথম যৌবনে,
ভেবেছিনু এ হৃদয়   অনন্ত অমৃতময়—
প্রেম চিরদিন রয় এ চিরজীবনে।

তাই সেই আশার উল্লাসে
মুখ তুলে চেয়েছিনু মুখে।
সুধাপাত্র লয়ে হাতে   কিরণকিরীট মাথে
তরুণ দেবতাসম দাঁড়ানু সম্মুখে।

পত্রপুষ্প-গ্রহতারা-ভরা
নীলাম্বরে মগ্ন চরাচর—
তুমি তারি মাঝখানে  কী মূর্তি আঁকিলে প্রাণে!
কী ললাট, কী নয়ন, কী শান্ত অধর!

সুগভীর কলধ্বনিময়
এ বিশ্বের রহস্য অকূল—
মাঝে তুমি শতদল   ফুটেছিলে ঢলঢল
তীরে আমি দাঁড়াইয়া সৌরভে আকুল।