পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in জননী SSS দবাজার কাছে দাডাইয়া শ্যামা বলে, ঠাকুরঝি, শোনো, বাইরে এসে একবারসকলেই বুঝিতে পাবে মরণাপন্ন মানুষের কাছে এ ভাবে কঁদিতে নাই এই কথা বলিতে চায় শামা। মন্দা চােখ মুছিযা উদ্ধত ভঙ্গিতে সোজা হইযা বসে। বেশ করিয়াছে কাদিয়া। শীতলও বুঝি তাই মনে করে । মন্দার আকস্মিক কান্নায আঁতকাইয়া উঠিয়া তাহার দম বন্ধ হইয়া আসিয়াছিল, তবু শ্যামাব বুদ্ধি-বিবেচনার চেয়ে যে দাবাদের কান্না মারিয়া ফেলার উপক্ৰম কবে তাই বুঝি ভালো শীতলের কাছে। কী উৎসুক চোখেই সে মন্দাবী অশ্রুসিক্ত মুখের দিকে চাহিয়া থাকে। ছেলেবেলায় বকুল আব বনগাঁয মন্দাব সেই কুকরাটা ছাড়া এ জগতে সকলে কঁকি দিযাছে শীতলকে। দিন কুডি থাকিয়া মন্দা চলিযা গেল। তৰসিল নববর্ষ আর গ্ৰীষ্ম। শীতের শেষে শ্যামার শরীবটা ভালো হই যাছিল, গবামে আবার যেন সে দুর্বল হইয়া পডিল। কাজ কবিতে শ্রান্তি বোধ হয়, সন্ধ্যাব সময় হাত-পা চিবাইতে থাকে। কিন্তু কাহাকেও সে তাহা বুঝিতে দেয় না, চুপ করিযা থাকে। কেন, দুর্বল শরীরে খাটি যা মরে কেন শ্যাম ? তার সেবা করার জন্য ছেলে না তাব বিবাহ করিয়াছে ? বউকে আনাইযা লইলেই তো এবােব সে অনাযাসে বসিয়া বসিয়া আয়াস কবিতে পারে! কিন্তু কেন যেন বউকে আনিবাব ইচ্চা শ্যামার হয় না। না আনিলে অবশ্য চলিবে না, ছেলেব বউকে কি বাপেৰ বাড়ি ফেলিয়া ব্যাখা যায়। চিবদিন ? যাক, দুদিন যাক। BBBBB ESSS S BBBBB BBBBS SBBgB BBD S DBD BBB BBBBDS SMBBS uBBBBBBBB LLBS নীল রঙেব । শ্যামা অবাক তইষা গেল। এবা মধ্যে চিঠি লিখিতে শুবু করিয়াছে বউ ? ওদের ভাব হইল। কবে ? কদিনেল বা দেখা-শোনা ! বিধান লুকাইযা লুকাইয়া যায় না। শ্বশুরবাডি ? নিজেব মনে শ্যামা হাসে। লুকাইযা শ্বশুদ্বপাড়ি যাওযার ছেলেই বটে তাব। কী লিখিযাছে বউ ? চিঠিখানা সে বিধানের মশাবিব উপব বাখিয়া দিল । বিধান আসিলে বলিল, তোব একখানা চিঠি এসেছে খোকা, বেখে দিযেছি মশারির ওপোর। বিধান চিঠি পড়িযা পকেটে বাখিযা দিল । বাগবাজাবেথ চিঠি বুঝি ? ওরা ভালো আছে? —শ্যামা জিজ্ঞাসা করিল। বিধান বলিল, ‘আছে । ছেলের সংক্ষিপ্ত জবাবে শ্যামা যেন একটু বাগ কবিয়াই সবিন্যা গেল! কয়েকদিন পলে একটা ছুটিব দিনে শ্যামা একটু বিশেষ আয়োজন করি যাছিল বান্নার। রাঁধিতে BBBDS BBBBD BBD BBD DDS DBBBDDDBBB BBB BBBD BBBS yBDB BBB BBBD BBB দাঁড়াইযাছে আমনি মাথা ঘুবিন্যা পড়িয়া গেল। সামান্য ব্যাপার, মূৰ্ছও নয়, সন্ন্যাসরোগও নয়, মাথায় একটু জলটল দিতেই শ্যামা সুস্থ হইয়া উঠিয়া বসিল। বিধান কিন্তু তাঙ্গাকে সেদিন আর উঠিতে দিল না, শোযাইয়া বাখিল। বিকালে বিধান বাহির হইয়া গেল। বাত্রি আটটার সময় ফিরিয়া আসিল সুবৰ্ণকে সঙেগ করিয়া । বিধানের নিষেধ আমানা করিয়া শ্যামা তখন বাঁধিতে গিয়াছে। সুবৰ্ণ প্ৰণাম করিতে সে একেবারে উত্তেজিত হইযা উঠিল। এ কী রে খোকা ? বলা কওয়া নেই বউমাকে নিয়ে এলি যে তুই ? জিজ্ঞেস করা দরকার মনে করলিনে বুঝি একবার ? এ রকম অভ্যর্থনার জন্য বিধান প্রস্তুত ছিল না। সে চুপ করিয়া রহিল। সুবৰ্ণকে দেখিয়া শ্যামা খুশি হয় নাই? তবে সেৱ, করার জন্য সে যে হঠাৎ বউকে লইয়া আসিয়াছে এটা সে খেয়াল করিল। না ? বিধান দুঃখিত হইয়া দাঁড়াইয়া রহিল। সুবর্ণের কী হইল বোঝা গেল না।