পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in SNOV মানিক রচনাসমগ্র তা আমি কি করব? একটু-আধটু কঁাদা ভালো। বলে হাঁকলেন, অতসী ! অতসী! মামি এল। মামা বললেন, কান্না কী জন্যে শুনি ? বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বল নাকি? তাতে কান্না বাড়বে, কমবে না। মামি স্নানমুখে চুপ করে দাঁড়িয়ে রইল। s মামা বললেন, জানো ভাগনে, এই অতসীর জ্বালায় আমার বেঁচে থাকা ভার হয়ে উঠেছে। কোথেকে উড়ে এসে জুড়ে বসলেন, নড়বার নাম নেই। ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশ-বিদেশে ঘুরে বেড়াতাম। বেড়ানো-টেড়ানো সব মাথায় উঠেছে। মামি বললে, যাও না বেড়াতে, আমি ধরে রেখেছি? রাখোনি ? বলে মামা এমনিভাবে চাইলেন যেন নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন আর মামি এখন তার সমুখেই সে কথা অস্বীকার করছে। মামির চোখে জল এল। অশু-জড়িত কণ্ঠে বললে, অমন কর তো আমি একদিন— মামা একেবারে জল হয়ে গেলেন। আমার সামনেই মামির হাত ধরে কেঁচার কাপড় দিয়ে চোখ চট করে হাত ছাড়িয়ে মামি চলে গেল! আমি বললাম, কেন মিথ্যে চটালেন মামিকে ? যতীন মামা বললেন, চটেনি। লাজায় পালাল। কিন্তু একদিন যতীন মামাকে বাঁশি ছাড়তে হল। মামিই ছাড়ােল। মমির একদিন হঠাৎ টাইফয়েড জ্বর হল। সেদিন বুঝি জ্বরের সতেরো দিন। সকাল নটা বাজে। মামি ঘুমুচ্ছে, আমি তার মাথাব্য আইসব্যাগটা চেপে ধরে আছি। যতীন মামা একটু টুলে বসে স্নানমুখে চেয়ে আছেন। বাত্রি জেগে৷ র্তার শরীর আরও শীর্ণ হয়ে গেছে, চোখ দুটি লাল হয়ে উঠেছে। মুখে খোচা-খোচা দাড়ি, চুল উশকে খুশকো। হঠাৎ টুল ছেড়ে উঠে মামা ট্রাঙ্কটা খুলে বাঁশিটা বার কবলেন। আজ সতেরো দিন এটা বাক্সেই বন্ধ ছিল। সবিস্ময়ে বললাম, বাঁশি কী হবে মামা ? ছেড়া পাম্পশুতে পা ঢুকোতে ঢুকোতে মামা বললেন, বেচে দিয়ে আসব। WEK ar 2 যতীন মামা স্নান হাসি হেসে বললেন, তার মানে ডাক্তার বোসকে আর একটা কল দিতে হবে। বললাম, বাঁশি থাক, আমার কাছে টাকা আছে। প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন। যদি দরকার পড়ে ভেবে পকেটে কিছু টাকা এনেছিলাম। মিথ্যা চেষ্টা। আমার মেজো মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন, যতীন মামা একটি পয়সা নেননি। বললাম, কোথাও যেতে হবে না মামা, আমি কিনব বাঁশি । মামা ফিলে দাঁড়ালেন। বললেন, তুমি কিনবে ভাগনে? বেশ তো! বললাম, কত দাম ? বললেন, একশো পয়ত্ৰিশে কিনেছি, একশো টাকায় দেব। বাঁশি ঠিক আছে, কেবল সেকেন্ড হ্যান্ড ५३ शों।