পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in অতসী মমি (ł6 আচ্ছা, বলে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আবার উঠে এল। বললে তোমার ভয় করবে না তো ? একটু একটু করবে। আর দাঁড়াবেন না, পিসি এলে ভারী মুশকিলে ফেলবে। অশোক উঠানে নেমে গেল। নেকি চেচিয়ে বললে, আর একটা কথা অশোকবাবু, আপনাতে আমাতে সন্ধি তো ? উঠান থেকেই ঘাড় ফিবিযে অশোক বললে, সন্ধিপত্রের খসড়া কবে বেখো সই করে দেব। বলে রান্নাঘরেব ওদিকে অদৃশ্য হয়ে গেল। নেকি সেইখানে দরজা ধরে দাঁড়িয়ে রইল। ঝড়ের লেগ কমেছিল কিন্তু বৃষ্টি সমভাবেই পড়ছিল। ছািট লেগে নেকির বসনপ্রান্ত ভিজে যেতে লাগল, কিন্তু সেদিকে তার খেয়ালই বইল না। পরদিন সকালে অশোকেৰ জামা আর কাপড় হাতে করে যেতেই অশোকোব মা নেকিকে জড়িয়ে ধবে চুমো খেলেন। বললেন, বাগানের এক একটা গাছ-পড়ার শব্দ শুনছিলাম আর আমার বুকের পাজল যেন ভেঙে যাচ্ছিল মা। যে ছেলে, তুই না ডাকলে ওই বাগানের ভেতর দিয়েই আসত । সুখে তৃপ্তিতে লজ্জায নেকির মুকখানি আরক্ত হয়ে উঠল। মাথা নত কবল । মা বললেন, বোস, খাবাব খেযে যাবি। ঠাকুরকে ভঁাড়াবটা বাব কবে দিয়ে আসি। বলে চলে r2ा#2ान्म । আপনার জামার পকেটে এই কাগজপত্রগুলি ছিল অশোকবাবু। ভিজে চুপসে গেছে! অশোক কাগজগুলি নিযে বললে, মনিব্যাগটা। মনিব্যাগ ? মনিবাগ তো ছিল না ! ছিল না। কী বািকম ? কাগজ রইল, ব্যাগ উড়ে গেল? নেকি হেসে ফেললে, যতই করুন অশোকবাবু, আর ঝগড়া বাধবে না, সন্ধি হয়ে গেছে। ঠাট্টা নয়, বেশি টাকা ছিল না কি ? না, গোটা পাঁচেক। দৌড়বাব সময মাঠে পড়েছিল। বুঝেছিলাম, তুলে নেবার সুযোগ হয়নি। ভালোই হয়েছে, সাবের কাজ দেবে। তা দেবে, টাকার মতো সাব আর নেই। মাসখানেক কেটে গেছে । সকালবেলা মা চা কবছিলেন, ঝরাফুলের মতো পবিস্নান মূর্তি নিযে নেকি এসে তাব গা ঘেঁষে বসে পড়ল। মা বললেন, জ্বর ছেড়েছে? উঠে এলি যে ? জ্বর নেই। আমায় এক কাপ চা দিও মাসিমা । এখনও খাসনি কিছু? নেকি ঘাড় নাডল। তবে আগে একটু দুধ খেয়ে নে, তারপর চা খাস। দুদিনের জুবে কী চেহারাই হয়েছে মেয়ের ! স্টেভেব ওপব কড়ায় দুধ জ্বাল হচ্ছিল, বাটিতে ঢেলে নেকির সামনে ধরলেন। অশোক বললে, তিন-চারবার করে পচা ডোবায় স্নান করলে জুর হবে না ? নেকি বললে, প্রথম দিন থেকেই ও-পুকুবে স্নান কবাটা আপনাব চক্ষুশূল হয়েছে দেখছি! কী মুশকিল! এ মেয়েটা প্রথম দিনের সেই ঘটনাটুকু নিজেও ভুলবে না, অশোককেও ভুলতে দেবে না ।