পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in SqVSOWe মানিক রচনাসমগ্ৰ পিসে বলিল, কী করে জানেন ? বলে, ভয় কী, সেরে যাবে। বলে, সবাই টাকা নেয় চিকিৎসে করে, শেষে বলে, না বাপু, তোমার সারবে না। এ সব ব্যারাম সারে না। আমি বলি ওরে চোর ডাকাত ছুচোর দল! সারাতে পারবি না তো মেরে ফ্যাল, দে মরবার ওষুধ দে। উত্তেজনায় পিসে জোরে জোরে হাঁপাইতে লাগিল। নীলমণি কথা বলিল না, তাহার বিনিদ্র আরক্ত চোখ দুটি কেবলই মিটমিট করিয়া চলিল। তেল কমিয়া আসায় আলোটা দপদপ করিতেছে, এখনই নিবিয়া যাইবে। ছেলেকে বুকে জড়াইয়া হাতকে বালিশ করিয়া নিভা দুৰ্গন্ধ ছেড়া চটে কান্ত হইয়া শূইয়া পড়িয়াছে। শ্যামা বসিয়া বসিয়া বিমাইতেছে। নীলমণির হ্রকা-কািলকি শ্যামা জানালায় নামাইয়া রাখিয়াছিল। আলোটা নিবিয়া যাওয়ার আগে নীলমণি বাকি তামাকটুকু সাজিয়া লইল। তারপর ঠেস দিয়া আরাম করিয়া পিসের শ্বাস টানার মতো শ শ শব্দ করিয়া জলহীন ফুকায় তামাক টানিতে লাগিল।