পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in দিবারাত্রির কাব্য ܓ )? বিরসা। দুদিন বলে জগুগলে ঘুরে বেড়িয়েছে বুনো জন্তুর মতো কিন্তু বুনো জন্তু সে নয়, মানুয। প্রশ্নের জবাব দিয়ে বিরসা আবাবা ঝিমিয়ে পড়ল। কনস্টেবল বলল, আত্নস্নান করনে মাংতা, তুজুব। অশোক বলল, এক বালতি পানি, বাস। হেরাম্বেব চিন্তাব ধাবা অনািবকম | এমন কাজ কবলি কেন বিরসা ? বউকে তাড়িয়ে দিলেই পারতিস পি বিরসা কিছু বলল না। বউয়ের নামোল্লেখে লাল টকটকে চোখ মেলে হেরন্সের দিকে একবাবা তাকিয়ে আবাবা ঝিমোতে শুরু করল। অশোক শান্তভাবে বলল, ওকে ও সব বলে লাভ কী হেত্বম্ববাবু ? লাভ ? লাভ কিছু নেই। হেরম্ব একটু ভীরু হাঁসি হাসল, আমি শুধু জানতে চাইছিলাম ফেথলেস 'ওয়াইফকে খুন করে মানুষের অনুতাপ হয়। কিনা। অশোক আরও শান্তভাবে জিজ্ঞাসা করল, কী জানলেন ? জানলাম ? অনেক কিছু জানলাম, অশোক। আমার বরাবর সন্দেহ ছিল যে, ঈর্ষার বশে যদি কোনো স্বামী স্ত্রীকে খুন করে ফেলতে পারে, তাতে আর যাই হোক, স্বামীটিব চবম ভালোবাসার প্রমাণ পাওয়া যায, এই থিযোবি শস্যতো সত্য নয। আজ বুঝলাম আমাব সন্দেহ সতি্যু! ওরা তাকাবার রকম দেখলে, অশোক পী স্ত্রীকে খুন কবে তাব দাম দেবােব ভয়ে ও একেবারে মরে গেছে! এটা ভালোবাসার লক্ষণ নয। ও শুধু খুনি, স্রেফ খুনি ; প্রেমিক আমি ওকে বলব না। না, স্ত্রীকে ও ভালোবাসত না। স্ত্রী আব একজনকে ভালোবাসে বলে যে তাকে খুন করে অথবা কষ্ট দেয়, অবহেলা করে, স্ত্রীকে সে ভালোবাসে না। তুমি বুঝতে পাব না। অশোক, ভালোবাসার বাড়া-কৰ্মা নেই? ভালোবাসা ধৈর্য আর তিতিক্ষণ ? একটা একটানা উগ্র অনুভূতি হল ভালোবাসা, তুমি তাকে বাড়াতে পার না ? স্ত্রীকে খুন কবে ফেলতে চাও কর, কিন্তু তারপর একদিনের জন্য যদি তোমার ভালোবাসায় ভাটা পড়ে, মনে হয় খুন না। কবলেই হত ভালো, সেইদিন জানবে, ভালোবেসে স্ত্রীকে তুমি খুন করনি, করেছিলে অন্য কাবণে। স্ত্রীকে যে ভালোবাসে সে অপেক্ষ করে। ভাবে, এখন ও ছেলেমানুষ, আর একজনের স্বপ্ন দেখছে। দেখুক, যৌবনে ওবি প্ৰেম পাব। ভাবে, যৌবন ওকে অন্ধ করে রেখেছে, ও তাই অতীতের অন্ধকাবটাই দেখছে। দেখুক, যৌবন চলে গেলে আমি ওকে ভালোবাসাব। আচ্ছা অশোক, তোমার কি কখনও মনে হয় না যে প্ৰিযা আর একজনকে ভালোবাসছে এই অবস্থােটাকে মৃত্যু দিযে অপরিবর্তনীয় কবে দেওয়া বোকামি ? কষ্ট দিয়ে আব একজনের প্রতি এই ভালোবাসাকে, এই মোহকে প্রবল আবে স্থায়ী কবে দেওয়া মুখামি ? একি স্ত্রীকে ভালো না বাসাব প্রমাণ নয? এবা চেয়ে স্ত্রীকে বাঁচিয়ে রেখে, তাকে সুখী করে-- - সুপ্রিয়া দরজার কাছে দাঁড়িয়ে শুনছিল। হেরম্বের বক্তৃতাব ঠিক এইখানে তার ফিট হল। গোলমাল শুনে দুজনে গিযে দেখে সুপ্রিয বুকের নীচে দুটি হাত জড়ো করে উপুড় হয়ে মেঝেতে পডে আছে । অশোক চেচিয়ে বলল, ওকে শুনিয়ে এ সব কথা কি আমায় না বললেই হত না? রাসকেল! রাতদুপুবে সুপ্রিযা হেরম্বের ঘরে এল। জেগে আছেনে ? জেগেই আছি সুপ্রিয়া। বিছানায় উঠব না! শরীরটা এত দুর্বল লাগছে, দাঁড়াতেও কষ্ট হচ্ছে।