পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in SV8 মানিক রচনাসমগ্ৰ আমার একটা ওষুধা। বলে মালতী গম্ভীর হয়ে গেল। তার গাম্ভীর্য হেরম্বকে বিস্মিত করতে পারল না। সে টের পেয়েছিল মালতীর উচ্চহাসি এবং মুখভার কোনোটাই সত্য অথবা স্থায়ী নয়। যে কোনো মুহুর্তে একটা অন্তর্ধন করে আর একটা দেখা দিতে পারে। এর প্রমাণ দেবার জন্যই যেন মালতীর মুখে হঠাৎ হাসি দেখা গেল, কাণ্ড দেখলে লোকটার? তোমায় ডেকে এনে স্নান করতে চলে গেল। জ্বালিয়ে মারে। জানিলে? জ্বালিয়ে মারে! ...তুমি কিন্তু অনেক বড়ো হয়ে গেছ। আশ্চর্য নয়। বত্ৰিশ বছর বয়স হয়েছে। তাই বটে, আমি কি আজকে বাড়ি ছেড়েছি! কতযুগ হযে গেল। দাঁড়াও, কতবছর হল যেন! কুড়ি। ষোলো বছর বয়সে বেরিয়ে এসেছিলাম, আমার তবে ছত্রিশ বছর বয়স হয়েছে। আঃ কপাল, বুড়ি হয়ে পড়লাম যে! কাণ্ড দ্যাখো! হেরম্বকে আগাগোড়া সে ভালো করে দেখল। তোমায় তো বেশ ছেলেমানুষ দেখাচ্ছে ? সাতাশ আটাশের বেশি বয়স মনে হয় না। তুমি একদিন আমাকে বিয়ে করতে চেয়েছিলে গো! তখন হেসে না মরে যদি রাজি হয়ে যেতাম!! আমার তাহলে আজ দিব্যি একটি কচি সুপুরুষ বর থাকত। হেরম্ব হেসে বলল, মাস্টারমশায় তখন যে রকম সুপুরুষ ছিলেন-- মনে আছে? মালতী সাগ্রহে জিজ্ঞাসা করল, বলো তো, সেই মানুষকে এখন দেখলে চেনা যায় ? আমার বরং এখনও কিছু কিছু বুপ আছে। দেখে তুমি মুগ্ধ হচ্ছে না ? না। ছেলেবেলা মুগ্ধ করে যে কষ্টটাই দিয়েছেন— তাই বলে এখন মুখের ওপর মুগ্ধ হচ্ছে না বলে প্ৰতিশোধ নেবে? তুমি তো লোক বড়ো ভয়ানক দেখতে পাই। বিয়ে করেছ? করেছিলাম। বউটি স্বগে গেছে। tछ06-0268] ? একটা মেযে আছে, দু বছবের। আছে বলছি। এই জন্য যে পনেরো দিন আগে ছিল দেখে এসেছি। এর মধ্যে মরে গিয়ে থাকলে নেই। বালাই যাট, মরবো কেন! এখন তুমি কী করছ? কলেজে মাস্টারি করি। বউয়ের জন্য বিবাগি হয়ে বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে পড়নি তো ? না। সারাবছর ছেলেদের শেলি কিটুস পড়িয়ে একটু শ্ৰান্ত হয়ে পড়ি মালতীবউদি। গরমের ছুটিতে তাই একবার করে বেড়াতে বেরুনো অভ্যোস করেছি। এবার গিয়েছিলাম বঁচি। সেখান থেকে বন্ধুব নেমন্ত্যুম্ন রাখতে এসেছি। এখানে। বন্ধু কে ? শঙ্কর সেন, ডেপুটি। বেশ লোক। বিউটি ভারী ভক্তিমতী। এই মন্দির সংস্কারের জন্য একশো টাকা দান করেছে। মালতী ভাবতে ভাবতে এই কথা বলছিল, অন্যমনস্কের মতো। হঠাৎ সে একটু অতিরিক্ত আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল, তুমি এখানে কতদিন থাকবে? দশ পনেরো দিন। ঠিক নেই। ভালেই হল। মালতী হাসল।