পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in দিবারাত্রির কাব্য ܟܓS থাক আমিই নিচ্ছি গিয়ে। ...তোমার সঙ্গে কথাবার্তা বলার সুযোগ হল না বলে অনাদব মনে করে নিয়ো না হেরম্বা। আমার মনটা আজ একটু বিচলিত হয়ে পড়েছে। আসনে না বসলে স্বস্তি *द बा ! হেরম্ব বলল, তা হোক মাস্টারমশায়! আর একদিন কথাবার্তা হবে। মালতী মুখ গোজ করে বসেছিল। এইবার সে জিজ্ঞাসা করল, চাদর দিয়ে হবে কী ? অনাথ বলল, পেতে আসন করব। আসনটা লুকিয়ে তুমি ভালোই করেছ মালতী। দশ বছর ধরে ব্যবহার করে আসনটাতে কেমন একটু মায়া বসে গিযেছে। একটা জড় বস্তুকে মায়া করা থেকে তোমার দয়াতে উদ্ধার পেলাম। মালতী নিশ্বাস ফেলে বলল, যা আনন্দ, আমার বিছানার তলা থেকে আসনটা বার কবে দিগে शीं । অনাথ বলল, থাক, কােজ নেই. ও আসনে আমি আর বসব না। মালতী ক্ৰোধে আবক্ত মুখ তুলে বলল, তুমি মানুষ নাও। জানলে ? মানুষ তুমি নও। তুমি ডাকাত! তুমি ছোটোলোক । রোগো না মালতী। বাগতে নেই। বাগতে নেই, বাগতে নেই। আমাব খাবে পরবে, আমাকেই অপমান কবলে, --রাগতে নেই! মাথা গবাম কব। মহাপাপ মালতী]--মুদুস্বরে এই কথা বলে অনাথ বাড়ির মধ্যে চলে গেল। খানিকক্ষণ নিঝম হয়ে থেকে মালতী হঠাৎ তাব শদিত হাসি হেসে বলল, দেখলে হেরম্ব ? লোকটা কেমন পাগল দেখলে ? হেব্বস্ব অস্বস্তি বোধ করছিল। বলল, আমি কী বলব বলুন ? আনন্দ বলল, বাইবেক লোকের সামনেও ঝগড়া করে ছাডলে তো মা ? মালতী বলল, হেব্বস্ব বাইরের লোক নয়। হেরম্ব এ কথায্য সাব্য দিয়ে বলল, না। আমি বাইবের লোক নই আনন্দ। আনন্দ বলল, তা জানি। বাইরের লোকের সঙ্গে মা ঠাট্টা-তামাশা, কবে না। প্রথম থেকে মা আপনার সঙ্গে যে রকম পরিহাস কবছিল তাতে বাইবের লোক হওয়া দূরে থাক, আপনি ঘরের লোকের চেয়ে বেশি প্ৰমাণ হযে গেছেন। মালতী বলল, ঘবেব লোকের সঙ্গে আমি ঠাট্টা-তামাশা কবি নারে, আনন্দ ? তামাশা করার কত লোক ঘরে! একটা কথা কওয়ার লোক আছে আমার ? আনন্দ হাতের তালু দিযে আস্তে আস্তে তাব পিঠ ঘষে দিতে দিতে বলল, ঘরে নাই বা লোক রইল মা, তোমার কাছে বাইরের কত লোক আসে, সমস্ত সকলটা তুমি তাদের সঙ্গে কথা কও ৷ পিঠ থেকে মেয়ের হাত সামনে এনে মালতী বলল, তাবা হল ভক্ত লক্ষ্মীছাড়াবা দল। ওদের ঠকাতে ঠকাতেই প্ৰাণটা আমার বেরিয়ে গেল না! খাচ্ছিস দাচ্ছিাস, মনের সুখে আছিস, লোককে ঠকিয়ে পযসা করতে কেমন লাগে তুই তার কী বুঝবি! সারা সকালটা গভীর হয়ে বসে বসে শুধু ভাব, কী করে কার কাছে দুটাে পয়সা বেশি আদায় হবে। আমি মেয়েমানুষ, আমার কি ও সব পোষায়! তোর বাবা একটা পয়সা বোজগার করে? একবার ভাবে দিন গেলে পোড়া পেটে পিন্ডি কোথা থেকে আসে? তুই ভাবিস ? আনন্দ অনুযোগ দিয়ে বলল, ওঁর কাছে তুমি সব প্রকাশ করে দিচ্ছ মা ! এই অভিযোগে মালতী কিছুমাত্র বিচলিত হল না, বলল, তাতে কী, যা করছি জেনে শুনেই করছি। হেরম্ব লুকোচুরি ভালোবাসে না!