পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in দিবারাত্রির কাব্য SQAS কিছুক্ষণের জন্য তিনজনেই নির্বািক হয়ে গিয়েছিল। অনাথের কিছু দরকার আছে কি না দেখতে গিয়ে আনন্দ সমস্ত মুখ ভালো করে ধুয়ে এসেছে। হেরন্সের দৃষ্টিকে চোখে না দেখেও তার মুখে যে অল্প-অল্প রক্তের কাজ ও রং সঞ্চারিত হচ্ছিল বোধ হয় সেই জন্যই। তবে আনন্দের সম্বন্ধে কোনো বিষয়ে নিঃসন্দেহ হবার সাহস হেরম্বের ছিল না। তার যতটুকু বোধগম্য হয় আনন্দের প্রত্যেকটি কথা ও কাজের যেন তাবও অতিরিক্ত অনেক অর্থ আছে। আনন্দ বলল, আজ আরতি হবে না। মা ? হবে । এখনও যে মন্দিরেব দরজাই খুললে না ? তোর বুঝি খিদে পেয়েছে? প্ৰসাদের অপেক্ষায় বসে না থেকে কিছু খেয়ে তো তুই নিতে পারিস Verv 2 খিদে পায়নি মা। খিদে পেলেও আজ খাচ্ছে কে ? মালতী তব মুখের দিকে তাকাল। কেন, খাবি না কেন ? নাচবি বুঝি আজ ? আনন্দ মৃদু হেসে বলল, হঁ্যা। এখন নয়! চাঁদ উঠুক, তারপর। আজ আবার 1,2,4; নাচবাব সাধ জাগল ! তোকে নাচ শিখিয়ে ভালো কবিনি আনন্দ। রোজ রোজ নী খেয়ে-- আনন্দ নিবতিশয় আগ্রহের সঙ্গে বলল, অনেক রাত্রে আজ চন্দ্ৰকলা নাচটা নাচব মা। তারপর বাত্রে না খেয়ে ঘুমোবি তো ? ঘুমোলাম বা ৭ একরােত না খেলে কী হয় ? আজ পূর্ণিমা তা জান ? মালতী বলল, আজ পূর্ণিমা নাকি? তাই কোমরটা টনটন করছে, গা ভারী ঠেকছে! হেব্বস্ব কৌতুহলেব সঙ্গে জিজ্ঞাসা করল, তুমি নাচতে পাব নাকি আনন্দ ? মালতী বলল, পারবে না? আর কিছু শিখেছে নাকি মেয়ে আমার। গুণেব মধ্যে ওই এক গুণ--- নাচতে শিখেছেন। দুটি লোকের রান্না করতে দাও-মেয়ে চোখে অন্ধকাব দেখবেন! আনন্দ হেসে বলল, মিথ্যে আমার নিন্দা কোবো না মা। বাবাকে দু বেলা রোধে দেয় কে ? যে রান্নাই বেঁধে দিস, ও তোর বাপ ছাড়া আর কেউ মুখেও করবে না। হেরম্বস বলল, আমি তোমার নাচ দেখতে পারি আনন্দ ? খুব। কেন পাববেন না ? এ তো থিয়েটারেব নাচ নয় যে দেখতে পয়সা লাগবে । কিন্তু আপনি কি অতক্ষণ থাকবেন ? থাকতে দিলেই থাকব। মালতী বলল, থাকবে বইকী। তুমি আজ এখানেই খাবে হেরম্ব। আনন্দ হেসে বলল, নেমন্তয় তো করলে, ঘরের লোকটিকে খাওয়াবে কি মা ? আমরা যা খাই তাই খাবে। তার মানে উপোস। আজ পূর্ণিমার রাত, তুমি একটু দুধ খাবে, আমি কিছুই খাব না। অতিথিকে খাওয়াবার বেশ ব্যবস্থাই করলে মা । মালতী বলল, তোর কথার, জনিস আনন্দ, ছিরিছাদ নেই। আমরা খাই বা না খাই একটা অতিথির পেট ভরাবার মতো খাবার ঘরে নেই নাকি!