পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in দিবারাত্রির কাব্য ՀԳ Տ আনন্দ একটু হাসল। মরতে ইচ্ছা হবে কেন ? ঘুম পায়। এক মিনিটও তারপর আমি আব দাঁড়াতে পারি না। কোনো বকমে বিছানায় গিয়ে দাড়াম করে আছডে পড়েই নাক ডাকাতে আবস্তু করে দি। মা বলে--- কী বলে ? আপনাকে বলতে লজা হচ্ছে। চোখ বুজে। আমি এখানে নেই মনে করে বলে। না। দুব ! সে বলা যায় না। হেরম্ব মৃদু হেসে বলল, প্রথম তোমাকে দেখে মনে হয়নি তুমি এত ভীরু। এটা তোমার ভয় না লজঞ্জা, আনন্দ ? আনন্দ বলল, মানুষকে আমি ভযা করি নে। তবে তুমি ছেলেমানুষ---লাজুক। ছেলেমানুষ ? আমায় এ কথা বললে অপমান করা হয় তা জানেন ? আনন্দ হঠাৎ হেসে উঠে হাত বাডিয়ে হেরন্সেব হাঁটুতে টোকা দিয়ে বলল, আমার অনেক বয়েস হয়েছে। আমাকে সম্রাম কবে কথা কইবেন। হেরম্ব জানে, এ সব ভূমিকা। তার নােচ সম্বন্ধে মালতী কী বলেছে আনন্দ তা শোনাতে চায়, কিন্তু পেবে উঠছে না। হেরম্ব মৃদু হেসে অবজ্ঞাব সুরে বলল, ছেলেমানুষকে আবার সন্ত্রম করব কঁ। 2 ছেলেমানুষরাই একটা কথা বলতে দশবার লজ্জা পায়। আনন্দ উদ্ধত সাহসের সঙ্গে বলল, লজা পাচ্ছে কে ? আমি ? জগতে এমন কথা নেই। আমি যা বলতে লজ্জা পাই। নাচাব পাব আমার ঘুম দেখে মা বলে, তোর আর বিয়ের দরকার নেই আনন্দ। বলে আনন্দ হঠাৎ উদ্ধান্তভাবে হেরম্বকে আক্ৰমণ করল, বলল, আপনি নেহাত অভদ্র। মেয়েদের সঙ্গে অ্যালাপ করতে, জানেন না । মনে হয সে বুঝি উঠে চলে যাবে। হেবম্বেব মুখের দিকে তাকিয়ে ব্ৰকৃদ্ধ ভঙিগতে সে মুখ ঘুবিয়ে নেয। ঠোঁট দুটি কঁাপিতে থাকে। নিষ্ঠর আনন্দোব সঙ্গে হেরম্ব লজ্জাতুর অপ্রতিভা আনন্দের আত্মসংবরণের ব্যাকুল প্রয়াসকে উৎসাহিত করে বলে, বলো বলো, থেমে না। আনন্দ । না, বলব না । কেন বলব ! হেরম্ব আবও নির্মম হয়ে বলে, তুমি তাহলে বুডি নাও আনন্দ ? মিছামিছি তোমার তাহলে রাগ হয় ? এতক্ষণ আমাকে তুমি ঠিকাচ্ছিলে ? আপনি চলে যান। আপনাকে আমি নাচ দেখাব না। দেখিয়ে না। আমি ঢেব নাচ দেখেছি। তাহলে অনর্থক বসে আছেন কেন ? রাত হল, বাডি যান না। বেশ । তোমাব মাকে ডাকে। বলে যাই। 1. আনন্দ চুপ করে বসে রইল। হেরম্ব বুঝতে পারে, সে কী ভাবছে। সে ক্ষুব্ধ হয়ে উঠেছে। হেরম্ব নিষ্ঠুরতা করেছে বলে নয়, নিজেকে সে সত্যসত্যই সম্পূর্ণ অকারণে ছেলেমানুষি করে ফেলেছে বলে। এ ব্যাপাের আনন্দ বুঝতে পারছে না। নৃত্য করে সে মেয়েদের বিবাহিত জীবনের আনন্দ ও অবসাদ পায় এই কথাটি সে এত বেশি লজাকর মনে করে না যে হেরম্বকে শোনানো যায় না। হেবম্বকে অবাধে এ কথা বলতে পারার বয়স তার হয়েছে বলেই আনন্দ মনে করে। তাই অসঙ্গত