পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in V)OV মানিক রচনাসমগ্ৰ তাদের দুজনকে হেরম্বের ঘরে পৌঁছে দিয়ে আনন্দ চলে গেল। সুপ্রিয়া স্নান হেসে বলল, মেয়েটার বুদ্ধি আছে তো! হেরম্ব অন্যমনস্ক ছিল। বলল, কার বুদ্ধি আছে? খেপেছিস! আমাদের ও বুদ্ধি করে একা রেখে যায়নি। কাজ করতে গিয়েছে। কাজ না থাকলে এখান থেকে ও নড়ত না, বসে বসে তোর সঙ্গে গল্প করত । সত্যি ? তাহলে মেয়েটা খুব সরল। আমি বুঝতে পারিনি। বুঝতে পারিসনি? তুই কি ওর সঙ্গে পাঁচ মিনিটও কথা বলিসনি, সুপ্রিয়া ? সুপ্রিয়ার মুখ লাল হয়ে গেল। সে নিচু গলায় বলল, তা বলেছি। আমারই বুদ্ধির দোষ। বুদ্ধি ঠিক থাকলে ওই মেয়েটা যে খুব সরল এটা বুঝতে পাঁচ মিনিট সময়ও লগত না। সুপ্রিয়ার অপলক দৃষ্টিপাতে হেরম্ব একটু লজ্জা বােধ করল। সরলতার হিসাবে সুপ্রিয়াও যে কারও চেয়ে ছোটাে নয় এও তো সে জানে। সুপ্রিয়ার অভিজ্ঞতা বেশি, মানুষের মনেব জটিল প্রক্রিয়া অনুধাবন করার শক্তি বেশি, সে তাই সাবধানে কথা বলে, হিসাব করে কাজ করে। কিন্তু তার কথা ও কাজে সরলতার অভাব কোনোদিনই হেরম্বের কাছে ধরা পড়েনি, মিথ্যার মানস-স্বৰ্গ ওর নেই। এও হয়তো সত্য যে, আনন্দের সহজাত সরলতার চেয়ে সুপ্রিয়ার মনোভিজাত্যের সরলতা বেশি। মূল্যবান। একটা ছেলেমানুষি, আর একটা সুশিক্ষণ । হেরম্ব সুর বদলাল! ভালো করে বোস সুপ্রিয়া, তোর কষ্ট হচ্ছে। কষ্ট হওয়া মন্দ কি ? তাতে মানুষের দরদ পাওয়া যায়। চোখে না দেখলে কেউ তো বোঝে না। কারও কষ্ট আছে কি নেই। কারও কী নিজের কষ্টের কিছু অভাব আছে সুপ্রিয়া, যে পরেব মধ্যে কষ্ট খুঁজে বেড়াবে গ সবাই তো সকলের পর নয। হেরম্ব হেসে বলল, নয়? তুই ছাই জানিস। মােহ-মুদগর, বৈরাগাশতক, মহানির্বাণ-তন্ত্র সব লিখেছে সুপ্রিয়া অত্যন্ত মৃদুস্বরে বলল, কাছে এসে বসুন না ? দুরে দাঁড়িয়ে চেচিয়ে লাভ কি? কোথায় বসব দেখিয়ে দে। তাহলে দাঁড়িয়ে থাকুন। সুপ্রিয়া জানালার সংকীর্ণ স্থানটিতে অত্যন্ত অসুবিধার মধ্যে বসে ছিল ; সেখানে তার কাছে বসা অসম্ভব। হেরম্ব বিছানায় বসে তাকে ডাকল, আয় সুপ্রিয়া, এখানে বোস। এখুনি এলি, এসেই ঝগড়া জুড়ে দিলি কেন ? উঠে এসে বিছানায় বসে সুপ্রিয়া বলল, আপনিই বা শুধু হালকা কথা বলছেন কেন ? পুরীতে কেন এলাম জিজ্ঞাসা করবেন। কখন ? একেবারেই যদি জিজ্ঞাসা না করি ? তাহলে একটু মুশকিলে পড়ব। সুপ্রিয়া এবার হাসল, আপনি এ ঘরে থাকেন, না ? হঁ্য, এক। আমি এ ঘরে এক থাকি সুপ্রিয়\\ की छनेि भी नीति । জানিস বইকী। তবু বললাম। রাগিস নে। তোকে তো গোড়াতেই বলেছি, আমার ছিল না। এমন অনেক স্বভাব ইতিমধ্যে আমি অর্জন করে ফেলেছি। বাহুল্য কথা বলা তার মধ্যে একটা। কথা, কথা কথা! শুধু কথা পাকানো, কথা মোচড়ানো, কথা নিয়ে লড়াই করা। সুপ্রিয়া মাথা