পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in দিবারাত্রির কাব্য WSVS) ঘটে চলে। বাডিবা ছাদের ভয়ংকর ঘটনাটুকুর সংবাদ সুপ্রিয়া তাকে কেন দিয়েছে বুঝে হেবম্বের বডো কষ্ট হয়। সুপ্রিয়াও কি মালতী হয়ে উঠল ? কী হয়েছিল ? হেরম্ব জিজ্ঞাসা করল। শুনে অবিচার করবেন না। আমাকে ছাদে ডেকে নিয়ে যাবার সময় ওর কোনো মতলব ছিল না, শুধু ছেলেমানুষি খেয়াল। আমাকে ধারে দাঁড়াতে দেখে লোভ সামলাতে পারেনি। হঠাৎ 'সুপ্রিয়া’ বলে চেচিয়ে ধী কবে আমায জড়িয়ে ধরলে। আর একটু হলেই দুজনে একসঙ্গে— তোর কথা আমি বিশ্বাস করি না, সুপ্রিয়া। সুপ্রিয়া কোনোদিন কলহ করেনি, আজও করল না। তার চােখে শুধু জল এল। হেরম্ব একটু নরম হয়ে বলল, তুই ইচ্ছে কবে মিথ্যে বলেছিস, তা বলছি না, সুপ্রিয়া। তুই বুঝতে পারিাসনি। আমি কিছুই বুঝতে পারি না। হেরম্ব খনিকক্ষণ স্তব্ধ থেকে বলল, ঝড়-বাদলে খোলা ছাদে তোকে কাছে পেয়ে হঠাৎ মনের আবেগে— সুপ্রিয়া হাত বাড়িয়ে হেরম্বর পা ছুঁয়ে বলল, বিশ্লেষণ করবেন না, আপনার পায়ে পডি। আবেগ !— আকাশ থেকে বৃষ্টির মতো আবেগ গড়িয়ে পড়ছে। হেরম্ব আশ্চর্য হয়ে বলল, তুই বুঝি আবেগে বিশ্বাস করিস না, সুপ্রিয়া ? সুপ্রিয়া জবাব না দিয়ে চোেখ মুছে ফেলল। এবা কেউ বিশ্লেষণ ভালোবাসে না, সুপ্রিয়াও নয়, আনন্দও নয়। তার এ কী অভিশাপ যে, এরা কেন বিশ্লেষণ ভালোবাসে না বসে বসে তাও বিশ্লেষণ করতে ইচ্ছা হয় ? এ কি জ্ঞানের জনা ? নারীকে জেনে সে কি জীবনের নাড়ীীজ্ঞান আয়ত্ত করতে চায় ? তাব লাভ কী হবে? বরং আজ পর্যন্ত তার যা ক্ষতি হয়েছে তাব তুলনা নেই। জীবনেব সমস্ত সহজ উপভোগ তার বিষাক্ত বিস্বাদ হয়ে যায় । সুপ্ৰিয তাব মুখেব ভাব লক্ষ করছিল। একটু ভয়ে ভযে বলল, ওকে নামিয়ে আনবেন না 7 ভিজে ভিজে মীরবে নাকি ! বা, সেটা ঘটতে দেওয়া উচিত হবে না, বলে হেরম্ব উঠে দাঁড়াল। অশোককে নামিয়ে এনে স্নানাহার কবতে বৃষ্টি থেমে গেল। হেরম্ব বিদায্য নিল। বলে গেল বিকালে যদি পারে একবার আসবে, সুপ্রিয়াকে যে সব জায়গা দেখিযে আনবার কথা আছে দেখিয়ে আনবে। যদি পাবি কেন ? না পারলে কী করে আসব, সুপ্রিয়া ? চারটের মধ্যে যদি না আসেন তাহলে ধরে নেব। আপনি আর এলেন না। যদি আসি চারটের মধ্যেই আসব। বাগানে ঢুকতেই আনন্দের দেখা পাওয়া গেল। সে বুদ্ধশ্বাসে বলল, এত দেরি কবলে! মা এদিকে খেপে গেছে। আনন্দ সংবাদটা এমনভাবে দিল যে হেরম্ব বুঝে নিল মালতীর খোপাবার কারণ সুপ্রিয়ার সঙ্গে গিয়ে তার ফিরতে দেরি করা। সে রুক্ষস্বরে বলল, খেপিলে আমি কী করল ? আনন্দ বলল, মন্দির থেকে বাড়িতে এসে মা যেই দেখলে বাবা নেই, বাবার কম্বল, বই, খাতা এ সবও নেই, ঠিক যেন পাগল হয়ে গেল। হেরম্ব আশ্চর্য হয়ে বলল, মাস্টারমশায় গেলেন কোথায় ? বাবা, চলে গেছে।