পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in পুতুলনাচের ইতিকথা 巴伦巴 কিন্তু কী নির্বিকাল কুসুম! রাগের মাথায় ডালের হাঁড়িটা যে উঠানে ছুড়িয়া দিয়াছে, সে হাসিমুখে বাহিরে আসে! দাঁড়ায় শশীর সামনে।. বলে, জ্বর এল না কি, দেখুন দিকি ছোটােবাবু। শশী নাডি ধরিয়া বলে, জুব আসেনি। বউ । মাথা ধরেছে যে গ কতক্ষণ ধবে জলে ডুবিযেছ তুমিই জান, মাথার দোষ কী ? কুসুম মাথা নাড়িয়া বলে, “উহু, আমার ঠিক জ্বর আসছে, আমি গিযে শূলাম। যা লো মতি, আক্ত তুই বাধবি যা। কুসুম ঘাবে গিয়া শুইযা পডে। কিন্তু শুইয়া কেন থাকিতে পরিবে এই চঞ্চলা নারী ? খানিক পলে উঠিয়া অসিষা না বুলিতেই পবানকে এক ছিলিম তামাক দিয়া সে অদূরে বসিয়া পড়ে। সুদেবেব সঙ্গে মতির বিবাহে শশীব মত নাই শুনিয়া বলে, কেন গো ছোটােবাবু, সুদেব পাত্তর কী এমন মন্দ ? পুরুষমানুষেব আব্বােব বয়েসসতিন কঁাটা তো নেই? ঘরে পয়সা আছে লোকটার,--মেয়ে সুখে থাকবে। শশী বলে, হাবুকাকাব আমন্ত ছিল সেটা তো ভাবতে হবে বউ ? কুসুম বলে, তিনি সগো গেছেন। অব কিছু স্বসূমি বলে না। শশী তাহাকে বুঝাইবাব চেষ্টা কবে, সুদেব লোক ভালো নয়, মাতিব সঙ্গে সুদেবকে মানস না। কুসুম বোঝে কি না কে জানে, —মোক্ষদাব খর্ব দৃষ্টিপাতে মাথাব্য ঘোমটা আব একটু টানিমা দিয়া নিশ্চল প্রতিমাব মতো বসিয়া থাকে। শশী বাডি যাওযার জন্যে উঠিলে সে আবাব মুখ খোলে। বলে, পিসিকে একবাব দেখে যান ছোটােবাবু, বুডি কান্দতে নেগেছে। শশী একটু লজ্জা পায। মরণাপন্ন পিসিকে দেখিযা যাওয়াব কথা প্রাযই তাহার মনে থাকে না । পিসির মবাণ এতদূৰ সুনিশ্চিত যে তাব সম্বন্ধে কবিবাব এখন আব্ব কিছুই নাই। তাই কি শশী ভুলিয়া যাম আজও পিসি বাচিয়া আছে ? বুডো বাচিবাব সাধ পিসিব । পিসি মন্বিলে যে কাঠ দিয়া তাহাকে পোড়ানো হইবে, তাহাব ঘবেরই অর্ধেকটা জুডিয্যা সেগুলি সাজাইয়া ব্যাখা হইয়াছে। মাথার দিকে ঘবের কোণে দাড় কাবানো পাটকাঠিব বোঝা হইতে পিসি এখনও পচা পাটেব গন্ধ পায । এক আঁটি পাট ধরাইয়া পিসিব মুখাগ্নি কবিবে পবান। মাথাব্য চুল পিসির অর্ধেক ঝরিযা গিয়াছে, দেহের লোল চামড়ার তলে মাংস আছে কি না বোঝা যায না । পিসি তবু বাঁচিবেই। চুপি চুপি সে শশীকে বলে, ও বাবা শশী, বই দেখে ওষুদ দিয়ো বাবা, দামি ওষুদ দিয়ে ; দামের জন্য ভেব না, বাবা, সেরে উঠি, ওষুদের দাম তোমাব আমি মিটিয়ে দেব। বলে, আমাব যা কিছু আছে সব তোমাকে দিয়ে যাব, তুমি ভালো কবে আমাব চিকিচ্ছে করো। তবু শশী প্রায়ই ভুলিযা যায় পিসি বাঁচিয়া আছে। ইনজেকশন দিবার সময় প্রত্যেকবার শশী মতিকে বলিয়াছে ; আর তোর জ্বব হবে না মতি। শশীর আশ্বাস সত্য হইলে এ বছরের মতো মতিকে ম্যালেবিয ছাড়ি যাছে। ওদিকে যামিনী কবিরাজের বউ, শশী যাহাকে সেনদিদি বলিয়া ডাকে, পড়িয়াছে জ্ববে। যামিনী বিখ্যাত কবিরাজ। বহু দূরবতী গ্রামে তাহাকে চিকিৎসার জন্য ডাকা হয়। সিদ্ধির পাতা মিশাল দিয়া যামিনী যে চ্যবনপ্রাশ প্রস্তুত করে তাহা নিয়মিত সেবন করিলে বৃদ্ধের দেহে যুবার ন্যায় শক্তির সঞ্চার হয়। মরিয়া গেলেও যামিনীর মকরধ্বজ রোগীর দেহে জীবন আনিয়া দিতে মানিক ১ম-২৩