পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in পুতুলনাচের ইতিকথা 8 NAS হাঁ, না, মতি কিছু বলিল না। যাওয়ার আগে কাপড পরিয়া জুতা পায়ে দিয়া প্রস্তুত হইয়া রহিল। শশী বারবার বিস্মিত চোখে তাহার বিষগ্ন মুখ, ছলছল চোখের দিকে চাহিতেছিল। এক অপূর্ব ভাবাবেগে সেও উতলা হইয়া উঠিতেছিল। সংসারে হয়তো এমন অনেকে আছে, মতির মতো এমন করিয়া ভালো হযতো অনেকেই বাসে, কিন্তু মতি ইহা শিখিল কোথায়। অনুভূতির এমন গভীবতা তাহার আসিল কোথা হইতে ? এ যে ভাবপ্রবণতা নয়, কাচা মনের অস্থায়ী আবেগ নয়, বালিকা মতির বিরহ কাতরতাষ এক অপূর্ব ধৈর্যের সমাবেশ দেখিয়া শশী তা বুঝিতে পারিয়াছিল। স্টেশনে যখন তাহাবা পৌছিল তখনও আকাশ-ভরা রোদ। গাডি ছড়িতে বিলম্ব ছিল। গাডিতে ভিড় ছিল না, খানিকক্ষণ কামরার মধ্যে বসিয়া কুমুদের সঙ্গে কথা বলিয়া পরানকে ডাকিয়া শশী৷ নামিয়া আসিল। বলিল, তোরা বোস, আমরা একটু ঘুরে আসছি। ওবা চলিযা গেলে মতি পাংশুমুখে কুমুদকে বলিল, তুমি যেও না। থাকতে পারব না, মবে যাব । কুমুদ বলিল, স্টেশনে বিদায় দিতে এলে ও রকম মনে হয় মতি। কাল থেকে এমনি হচ্ছে। কাল থেকে হচ্ছে ? কাল তো কিছু বলনি? আর হচ্ছে যদি হোক না,-এও তো কম মজা GNR মজা ? সমস্ত পুথিবী যে তার চোখে অন্ধকার হইয়া আসিতেছে কুমুদ কি তা বুঝিতে পারিতেছে না, যে সব বোঝে ? কুমুদেব নিষ্ঠবতাকেও মতি ভালোবাসিতে শিখিয়াছিল, তবু আজ সে আহত হইল। পাশেব লাইনে একটা যাত্রী বোঝাই গাড়ি ছাড়িয়া গেল,—মতির মন তাহার চাকার তলে পিষিয়া যাইতেছে। আর সময় নাই, আর উপায নাই। আর ফেরানো যায় না। কুমুদকে। এ গাড়ি ছাড়িয়া যাওয়ার পর বুকটা ফাটি যা যাইবে, তবু সে তা রদ করিতে পারিতেছে না। কেমন করিয়া কুমুদকে সে তার ব্যাকুলতা বুঝাইবে এখন ? যাওয়ার জন্য গাড়িতে উঠিয়া কেউ কি ফেরে ? কুমুদেব দুটি পা ধরিয়া সে যে কঁদিযা উঠিবে সে উপাযও নাই। গাড়ির লোকগুলি বোধ হয় হা কবি যা তার দিকেই চাহিয়া আছে। কুমুদ এ কথা ও-কথা বলে, চিরদিনের মতো ধীরস্থির অবিচলিত কুমুদ। মাতিব কণ্ঠ বুদ্ধ হইযা আসিতে চায়, তবু প্ৰাণপণে সে কথার জবাব দেয়। মিনিটগুলি একে একে পার হইয়া যাইতে থাকে। গাড়ি ছাড়িবার অল্প আগে ফিরিয়া আসে। শশী ও পরান। কী কুক্ষণেই ওদের মতি কলিকাতা আসিতে লিখিয়াছিল! তারপর শশী বলে, চল মতি, আমরা নামি এবার। মতি বলে, আপনার নামুন,-আমি একটা কথা কয়ে নিয়ে নামছি। মতির এই অস্বাভাবিক নির্লজতায় শশী ও পরান স্তম্ভিত হইয়া যায়—শশী যেন একটু রাগ করিয়াই গাডি হইতে নামে। প্ৰেম আসিয়াছে বলিয়া এত কী বাড়াবাড়ি অতটুকু মেয়ের ! কুমুদ মৃদুস্বরে হাসিয়া বলে, পাকা গিন্নির মতো করলে যে মতি ? কী কথা বলবে? বলছি দাড়াও,--আসছি। বলিয়া কুমুদকে পর্যন্ত স্তম্ভিত করিয়া দিয়া মতি ল্যাভাটরিতে ঢুকিয়া গেল। গাড়ি ছাড়ার ঘণ্টা পড়িল, গার্ড নিশান দেখাইল, প্ল্যাটফর্মে শশী ও পরান অস্থির হইয়া উঠিল,-তবু মতি বাহির হইল না। গাড়ি ছাড়িলে গাড়ির সঙ্গে চলিতে চলিতে শশী বলিল, আমরা কেউ উঠিব নাকি কুমুদ, পরের স্টপেজে ওকে নামিয়ে নেব ?