পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in 8st শশীমুখীর সঙ্গে সে বরাবর এমনি মধুব ব্যবহার করিয়াছে, কদাচি কলহ করে নাই। যদিই। কখন একটু কথা কাটাকাটি হইয়া থাকে শশীমুখী কি আর সে কথা দাদাবী কানে তুলিবে? পৃ ২২৭ মাসীব তুলনাটা শোনো দাদা!

  • २२१

জল চাহিতে সরবৎ আসিল, দাদাকে সরবৎ করিয়া দিতে পারিয়াই পটলি কৃতাৰ্থ।

  • ՀՀ tr

সকলেব আগে ও মুকুলেব স্নেহকে বেচিয়াছিল, অনেক ভণিতা কবিয পত্র লিখিয়াছিল যে মুকুলদা, বড় কষ্টে আছি, আমায় পাঁচিশটা করে টাকা দেবে ? মানিক রচনাসমগ্ৰ মুকুল শুনুক, বুকুক যে শশীমুখীর সঙ্গে সে বরাবর এমনি মধুর ব্যবহার করিয়াছে, কদাচি কলহ করে নাই। যদিই বা কখনও একটু কথা কাটাকাটি হইয়া থাকে। শশীমুখী কি আর সে কথা দাদাবী কানে তুলিবে ? মা বচনাসমগ্র ১, পু ২০৮ মাসির তুলনাটা শোনো দাদা! মাসির মেয়ের চেয়ে খোকা যে দেড় বছবের ছোটো! মা বচনাসমগ্র ১, পৃ ২০৯ আজি না চাহি৩ে শববত আসিল, দাদাকে শরবত কবিস{ দিতে পাবিয়াই পটলি কৃতাৰ্থ। মা বচনাসমগ্র ১, পৃ ২১০ সকলেব আগে চাবু মুকুলের স্নেহকে বিকািয কবিযাছিল, অনেক ভণিত কবিয পত্র লিখিযাছিল যে মুকুলদা, বলডো কষ্টে আছি, আমায় পাঁচিশটা করে টাকা দেবে মাসে মাসে ৮ মা বচনাসমগ্র ১, পু ২১৫ বৃহত্তর-মহত্তর গল্পটি সম্পর্কে উল্লেখ্য যে, যে মমতাদি চবিত্রের সংসার-জীবন ত্যাগের পরবর্তী ঘটনা। এখানে বিবৃত হয়েছে। সম্ভবত সেই মমতাদি চরিত্রের পূর্ববৃত্তান্তই সরীসৃপ গ্রন্থভুক্ত মমতাদি গল্পে পাওয়া যায়। তাছাড়া অতসী মামী সংকলনভূক্ত গল্পগুলির মধ্যে আত্মহত্যাব অধিকার গল্পটি প্ৰকাশিত হয় পৌষ ১৩৪০-এ বঙ্গশ্ৰী পত্রিকায়। অতসী মামী-র প্রকাশকাল আষাঢ় ১৩৪২। সরীসৃপ গ্রন্থভুক্ত গল্পগুলির মধ্যে সরীসৃপ গল্পটির প্রকাশ বঙ্গশ্ৰী, আশ্বিন ১৩৪০ হলেও, উক্ত গল্পটি প্রথম গল্পসংকলন অতসী মামীর অন্তর্ভুক্ত হয়নি, এই তথ্যটিও উল্লেখযোগ্য।