পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in দ্বিতীয় সংস্করণ প্রসঙেগ মানিক বন্দোপাধ্যায় বচনাসমগ্র-ব প্রথম খণ্ডেল সংশোধিত দ্বিতীয় মুদ্রণ প্রকাশের কিছুকাল পরেই এই খণ্ডটির পুনর্মুদ্রণের প্রয়োজনীযতা যে মানিক বন্দোপাধ্যায্যের প্রভূত সৃষ্টির জনপ্রিয়তার সুনিশ্চিত পরিচায়ক তা পুনরাব্য বলার অপেক্ষা বাখে না। কালজয়ী লেখকের রচনাবলি এতকাল কেতা-পাঠকেবা কাছে সহজলভ্য ছিল না। প্রকাশের পর সেগুলিব দ্রুত প্রচাবে প্রকাশক হিসাবে বাংলা আকাদেমিব উদ্যোগ কৃতাৰ্থ হল। বর্তমান মুদ্রণেও যথারীতি আকাদেমি-সম্মত বানানবিধি অনুসরণ করা হয়েছে এবং সামগ্রিকভাবে গ্রন্থগুলিব পাঠকে অধিকতব নির্ভুল কাবাব চেষ্টা হয়েছে। অতসী মামি গ্ৰন্থভুক্ত গল্প ‘আগন্তক’-এর পত্রিকায় প্রকাশিত পাঠ উদ্ধাব কলা সম্ভব হযেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য গ্রন্থপরিচযে অন্তর্ভুক্ত করা হল। তাছাড়াও দিবারাত্ৰিব কাব্য-র পত্রিকায় প্রকাশিত পাঠ ও গ্রন্থপৃত পাঠের তুলনামূলক বিচােবও বর্তমান দ্বিতীয় সংস্করণে গ্রন্থভুক্ত করা হয়েছে। পুতুলনাচেব ইতিকথা-ব প্রথম ও দ্বিতীয সংস্করণেব গুৰুত্বপূর্ণ সংস্কাবগত পার্থক্যও প্রয়োজনীয় তথ্যসহ গ্রন্থভুক্ত করা হযেছে। এ সকল তথ্যাবলিসহ যথাসাধ্য গ্রন্থপরিচয় অংশটি সংশোধিত এবং পুনর্লিখিত হয়েছে। সেই সঙ্গে যথাযথ নিষ্ঠায প্রকাশনার সৌষ্ঠব ও উন্নতমান অপরিবর্তিত বাখার চেষ্টা কবা হল। আশা ক...। গগস বর্তমান দ্বিতীয সংস্কবণও মানিক বন্দ্যোপাধ্যায়েব অনুরাগী জনসাধাবণের কাছে অধিকতর সমাদর লাভ কবলে । সনৎকুমার চট্টোপাধ্যায় সচিব সংশোধিত দ্বিতীয় মুদ্রণ প্রসঙ্গে মানিক বন্দোপাধ্যায বচনাসমগ্রেব প্রথম খণ্ড মাত্র এক বৎসর পূর্শে কলিকাতা পুস্তকমেলা, ফেব্রুয়াবি ১৯৯৮-এ প্রকাশিত হযেছিল। বৎসবকালের মধ্যেই প্রথম খণ্ডেব পুনমুদ্রণ মানিক বন্দোপাধ্যায্যের সৃষ্টির জনপ্রিয়তা ও মহাৰ্থতাব সুনিশ্চিত পবিচাৰ্যক। কালজয়ী লেখকের বাচনাবলি এতকাল ক্লেতা-পাঠকেবা কাছে সহজলভ্য ছিল না। প্রকাশের পর সেগুলিব দ্রুত প্রচাবে প্রকাশক হিসাবে বাংলা আকাদেমিব উদ্যোগ কৃতাৰ্থ එෆ්-1 ! বর্তমান মুদ্রণে পুর্বতন মুদ্রণের কিছু অসংগতি ও ত্রুটি যথাসম্ভব দূরীভূত হযেছে। মুদ্রিত গ্রন্থগুলিব পাঠের ক্ষেত্রে বাংলা আকাদেমিসম্মত বানানবিধি অনুসরণ করে সেই পাঠ-কে আধিকতর নির্ভুল কবার চেষ্টা হয়েছে। তিনটি গ্রন্থেব প্রথম প্রকাশিত প্রচ্ছদচিত্র উদ্ধাব করা সম্ভব হয়েছে সেগুলি এই সংশোধিত মুদ্রণে গ্রন্থভুক্ত হল। গ্রন্থপবিচয় অংশ পরবর্তী খণ্ডগুলির গ্রন্থপবিচায্যের সঙ্গে সংগতি বেখে যথাসাধ্য সংশোধিত অথবা পুনলিখিত হয়েছে এবং সর্বতোভাবে প্রকাশনাব সৌষ্ঠব ও উন্নতমান অপরিবর্তিত রাখার চেষ্টা করা হয়েছে। আশা কবি বর্তমান সংশোধিত দ্বিতীয় মুদ্রণ মানিক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী জনসাধারণের কাছে অনুবৃপ সমাদর লাভ কববে। সনৎকুমার চট্টোপাধ্যায় সচিব