পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in (?のV2 পত্রিকারী পাঠ আনন্দ তাব হাত ছেড়ে দিল । আপন মনে সে খানিক হেসে নিল। হেবম্বেব পূৰ্ব্বকৃত অপবাধকে অনুকরণ করে বলল “তই বলুন। আপনি তাহলে পাকা বুডো নন? এখনো মিছি মিছি আপনাব কায়া আসে! এতিক্ষণ আপনি আমাকে ঠিকাচ্ছিলেন।” আনন্দের এই অসাধারণ আত্ম-প্রতিষ্ঠায় মুগ্ধ হযে হেব্বম্বেব বিষাদ কমে এল । আগে থেকে আনন্দকে জানা না থাকলেও তার মনে হল, প্রাত্যহিক আনন্দ থেকে আজ সে পৃথক। মনােবৃত্তিগুলি ও ৭ আজ যেবেকম তীক্ষ্ণ ও সতেজ হয়ে আছে, কোন মেয়েব পক্ষেই এটা সাধাবণ অবস্থা হতে পারে না। না থেমে, না ভেবে, অজস্র সময না নিয়ে, তাদের পরিচযকে পক্ষীরাজেব পাখা দিযে এভাবে এগিযে নিয়ে যাওযা প্রেবণার কাজ। কিন্তু আনন্দ অনুপ্রাণিত হয়েছে কি দিয়ে ? ৩াব আবির্ভাবে? নৃত্যে পরিতৃপ্ত যৌবন তাল হঠাৎ এতদিনেব তৃপ্তিকে কাটিয়ে উঠে নবতব সম্ভাবনার সন্ধান পেয়েছে বলে ? অথবা শুধু আগামী নৃত্যেব কল্পনায় ? এ প্রশ্নের জবাব পেলে হেবম্বেব জীবনে সব প্রশ্নেরই যেন মীমাংসা হয়ে যেত । যতক্ষণ পাবে দেবী কবে মালতীকে এবাব আসতে হল। % ዔሳዕ-ፄሳ (e তােব প্রকৃতির যে বহস্য, যে দুর্বোিধতা সম্মোহনশক্তিব মত মেযেদের আকর্ষণ কলেছে, সুপ্রিয়ার ফিটেব অসুখ আব উমার আত্মতত্যা সম্ভব কলেছে, সে তবে এই ?

  • రి

এই রাবীন্দ্ৰিক বুপকটাই ছিল এতকালেব হেরম্ব। পুঃ ৩৬ মনে হচ্ছে আমার এ কষ্ট আর কিছুই নয়। এক মূহূর্তে তোমাকে যে আপন কবে পেলাম, এ তাল প্রেবণা। আমি যেন সৃষ্টি করছি। ঠিক কবে কিছুই বুঝতে পাবছি না। fokܓ হেরম্ব এখন তাও জানে। নিজেকে দান করে নিজের দেহটিকে দুর্লভ করার সস্তী কাব্য আনন্দ নিজের অজ্ঞাতেই পবিত্যাগ কবেছে । পৃ. ২০৬ মানিক রচনাসমগ্ৰ গ্ৰন্থখুঁত পাঠ তার প্রকৃতির যে রহস্য, যে দুর্বোধ্যতা সম্মোহনশক্তিল মতো মেয়েদেব আকর্ষণ করেছে, সে তবে এই * মা বচনাসমগ্র ১, পৃ ২৮২ এই বুপকটাই ছিল এতকালের হেবম্ব। মা বলাচনাসমগ্র ১, পৃ ২৮২ ঠিক করে কিছুই বুঝতে পারছি না। মা রচনাসমগ্র ১, পৃ ২৯৪ হেব্বস্ব এখন অস্ত জানে। [বাকি অংশ বর্জিত] মা রচনাসমগ্র ১, পৃ ২৯৫