পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in G S SR মানিক রচনাসমগ্র এক্ষণে প্রকাশিত দিবারাত্রির কাব্য-এর আদি পাণ্ডুলিপি প্রকাশ-সূত্রে, ভূমিকা ও টীকাভাষা অংশে সম্পাদক যুগান্তর চক্রবর্তী উপন্যাসটির বিবর্তন ও লেখকের রচনাবৈশিষ্ট্যগত গুরুত্বপূর্ণ অভিমত ও প্রাসঙ্গিক তথ্যাদি দান করেছেন। উক্ত তথ্যাদি লেখকের 'অব্যবস্থিচিত্ততাকে “অশিক্ষিতাপটুতা’ ঘটিত প্রচলিত কিছু ভ্ৰান্ত বিশ্বাসের নিরসনে সহায়তা করে। অধ্যাপক চক্ৰবতীর প্রাসঙ্গিক অভিমত । “মাসিক পত্রিকার পর পর দুটি সংখ্যার সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে, কোনো পূর্ব-পরিকল্পনা বা দীর্ঘতর প্রস্তুতি ছাড়াই, কাহিনীর এই ভিন্নমুখী ধারা কি কল্পনা করা সম্ভব, বিশেষত এমন একজন লেখকের পক্ষে যিনি তীর মূল গল্পের পরিণতি সম্পর্কে একমাস আগেও অব্যবস্থিত চিত্ত ছিলেন এবং সম্পাদকের হাতে সম্পূৰ্ণ গল্পকারেই লেখাটি দিয়ে বিচলিতভাবে বিদায় নেন? প্রতিভা অলৌকিক, এই ধারণায় বিশ্বাস থেকেও এমন আকস্মিকতাকে মেনে নেওয়া সহজ হয় না।” [এক্ষণে প্রকাশিত যুগান্তর চক্রবর্তীব পূর্ব-উল্লিখিত প্ৰবন্ধ, পু ৪৬৷৷ উপন্যাসটির দ্বিতীয় সংস্করণ সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যাযনি। তবে শনিবারের চিঠিতে ১৩৫৩ বর্ষের কয়েকটি সংখ্যায় বেঙ্গল পাবলিশার্স প্রদত্ত বিজ্ঞাপনে দিবা।বাত্রির কাব্য-এব যে উল্লেখ আছে তা সম্ভবত এই দ্বিতীয় সংস্কৰণ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোং কলকাতা থেকে ১৩৬২ বঙ্গাব্দে পরবর্তী সংস্করণ প্রকাশিত হয়েছিল। ১৩৭৪ থেকে ১৩৯৫-এর মধ্যেও প্রকাশনসংস্থা লেখাপড়া কলকাতা কর্তৃক অনেকগুলি সংস্করণ প্রকাশিত হয়। গ্রন্থটির সাম্প্রতিক ও সর্বশেষ প্ৰকাশক চিরায়ত প্রকাশন, তাদের পক্ষ থেকে মার্চ ১৯৯৭ তারিখে শেষ সংস্কবাণ প্রকাশিত হয়। “মানিক রচনাসমগ্র’-এ দিবারাত্রির কাব্য উপন্যাসের পাঠ ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড-এর ১৩৬৬ বঙ্গাব্দের ২য় মুদ্রণ নূতন সংস্করণ থেকে গৃহীত। পুতুলনাচের ইতিকথা ‘পুতুলনাচের ইতিকথা” মানিক বন্দ্যোপাধ্যায়েব তৃতীয় উপন্যাস (পদ্মানদীর মাঝি-উপন্যাসকে চতুর্থ স্থানে রেখে), এবং চতুর্থ মুদ্রিত গ্ৰন্থ। প্রকাশক ডি এম লাইব্রেরি, প্রকাশকাল ১৯৩৬। প্রথম সংস্করণ সম্পর্কে এর অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি। ডি এম লাইব্রেরি-র পক্ষ থেকে গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল। কিনা এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে পুতুলনাচের ইতিকথার দ্বিতীয় একটি সংস্করণ প্রকাশিত হয়েছিল। ১৯৪৭ সালে ১৩৫৪ কার্তিকে (১৯৪৭ অক্টোবর-নভেম্বর), প্রকাশক দ্য বুকম্যান-এর পক্ষে চিন্মোহন সেহানবীশ, ৮৭ চৌরঙ্গি রোড, পৃ ২৫৩, দাম পাঁচ টাকা। পরবর্তী সংস্করণের প্রকাশক বেঙগল পাবলিশার্স। ষষ্ঠ মুদ্রণের (১৩৬৯) পর প্রকাশভবন কর্তৃক নতুন সংস্করণ প্রকাশিত হয় ১৩৭২ বঙ্গাব্দে। তদবধি উক্ত প্রকাশক কর্তৃক পুতুলনাচের ইতিকথা ১৪০৪ পর্যন্ত সতেরোবার মুদ্রিত হয়েছে। প্রথমাবধি একই প্রচ্ছদচিত্র ব্যবহৃত হয়ে এসেছে। প্রচ্ছদশিল্পী মাখন দত্তগুপ্ত। “মানিক রচনাসমগ্র’-এ পুতুলনাচের ইতিকথা বেঙ্গল পাবলিশার্স কর্তৃক প্রকাশিত ১৩৫৯ (১৯৫২) ংস্করণের পাঠ গ্ৰহণ করা হয়েছে। বর্তমানে লেখকের পরিবারের সীেজন্যে প্রথম সংস্করণের একটি কপি উদ্ধার করা সম্ভব হয়েছে। এই সংস্করণে যদিও উপন্যাসটি ৩৪৩ পৃষ্ঠায় সমাপ্ত হয়েছে, প্রথম আটটি পৃষ্ঠা এবং ৩৪১ ও ৩৪২ পৃষ্ঠা দুটি পাওয়া যায়নি। উভয় সংস্করণের ভাষাগত বা শব্দগত সংস্কার খুবই সামান্য এবং প্রায়শ অনুল্লেখযোগ্য। যথা :