পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in G8O মানিক রচনাসমগ্ৰ সমস্ত আকাশ ইতিমধ্যে মেঘে ঢাকিয়া গিয়াছে। বর্ষাকাল, কদিন যে বৃষ্টি হয় নাই ইহাই আশ্চৰ্য্য। অন্ধকাব বেশ গাঢ় হইয়া উঠিয়াছে। এই অন্ধকারে তাহারা সমুদ্রে নামিয়া গেল। ব্রেকার পার হইতে হেরম্ব অনেক পিছাইয়া পড়িল। আনন্দের সঙ্গ সে যখন পাইল তীর হইতে তাহারা কতদূর চলিয়া গিয়াছে তাহাব ঠিক নাই। ‘এবার ফিরি চল, আনন্দ।” আনন্দ আলগোছে ভাসিতেছিল, বলিল, “আমার বড় ঘুম পাচ্ছে।” “বাড়ী গিয়ে ঘুমোবে। চলো ফিরে যাই। আমায় ধরে।” আনন্দ কোন জবাব দিল না। হেরম্ব বড় বিবক্ত [বোধ] করে। তাহার এমন ঘুম পাইযাছে। নিঃশব্দে ডুব সাঁতার দিয়া সে দূবে সবিয়া গেল। ☎Éချွဲiffဖွဲဲ့ পরদিন বিকালে সমুদ্রতীরে দাঁড়াইয়া হেরম্ব সমুদ্রের দিকে চাহিযা ছিল, এমন সময় বিধবাব বেশে সবসী। তাহাব পাশে আসিয়া দাড়াইল। ‘কাল উনি মাবা গেছেন। বাত্রে লোক পাঠিযেছিলাম, আপনাকে বাড়ীতে পায় নি। কোথায গিয়েছিলেন কাল গ’ ‘কাল সমস্ত বাত সমুদ্রস্নান কবেছি।” “মাগো, বলেন কি! সমস্ত রাত ?” ‘প্রায় সমস্ত বাত। শেষরাত্ৰে ঘণ্টা দুই এখানে ঘুমিয়েছিলাম।” “জলের ধারে এই বালিতে ?” *ा ' ‘কেন হেবিম্ববাবু, কাল আপনাব কি হয়েছিল গ’ [। এরপর পাণ্ডুলিপির শেষ পাতা, মাথার দিকটা কিছুটা ছেড়া—একটি লাইন, হেরম্বের উত্তর, বাদ গিয়েছে মনে হয়, যদিও বুঝে নিতে অসুবিধা হয় না।] সবাসী হেরম্বের একখানা হাত আয়ত্ত করিল। কঁাদিয়া বলিল, “কাল সত্যি একটা ভয়ঙ্কর রাত্রি গিযেছে,-আমার সর্বনাশ হয়ে গেল। ও হেরম্ববাবু, কেন আমি মন্বতে পুৰী এসেছিলাম?” সরসী ফুলিয়া ফুলিযা কঁদিতে লাগিল। অসহ্য শোকে তাহার ভিতবটা পুড়িয়া যাইতেছিল, সে গৃহস্থ মেযে, সে সংসাবী মেযে। তাহার অশুর হেঁয়াচ লাগিয়া হেরম্বেব চোখ দিয়াও টস টস করিয়া জল পণ্ডিতে লাগিল। আনন্দকে না দেখিয়া সে বাঁচিবে কেমন করিয়া ? অতঃপব এই দু'জন বিবর্তী ও বিরহিণী সমুদ্রের ধাবেধারে বহুদূর হাঁটিয়া গিয়া একান্ত নির্জন ও অপেক্ষাকৃত গোপন একটি স্থান বাছিয়া নিযা বসিল,-সবাসীর আত্মীয়েরা খুজিতে আসিলে মুস্কিল হইবে। সন্ধ্যা পৰ্যন্ত তাহাবা সেখানে বহিল। সবসী অবশ্য তাহাব গহনা ও অন্যান্য দু’একটি দামী জিনিষ আনিতে একবাব বাড়ী যাইবে, বাকী জীবনটা তাহাবা অবশ্য স্বামী-স্ত্রীর মতই বাস করিবে, কিন্তু মধ্যে তাহাদের যে শুধু কান্না পাইবে তাঁহা নয়, একের অগোচরে অপবজন ছটফট করিয়া কঁাদিকেও । যদি তাতোবা বঁচিয়া থাকে। কিন্তু মবিয়া আব্ব কি সুখ রহিল যে তাতারা বঁচিয়া থাকিবে না ? দুঃখে মানুষেবা পরমায়ু বাড়ে। দুঃখী মানুয সংসার না। চাক, স্ত্রী ও সস্তান চায়। পৃথিবীর কোথাও ইহাব অন্যথা নাই। আনন্দ বাঁচিয়া থাকিলে হেবম্ব বঁচিত না। আনন্দের মৃত্যুতে তার মরণেব নেশা টুটিয়া গিয়াছে। কাল যে সে আনন্দোব সঙ্গে ডুবিয়া মবে নাই তাহাব। কারণও তাই। আনন্দ ওভাবে মবিবে জানিলে সে আগেই আত্মহত্যা করিত। কিন্তু আনন্দকে ডাকিয়া সাড়া না পাইয়া সে যে অকথ্য যন্ত্রণা পাইয়াছিল তাব।পর তাব নিজে নিজে মারা t5 = } সরাসীর কথা আলাদা। সে নাবী মাত্র। সম্পাদকমণ্ডলী