পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in প্রথম সংস্করণের নিবেদন ংলা সাহিতে্যুব এক আলোকসামান্য পুরুষ মানিক বন্দ্যোপাধ্যায়। আটচল্লিশ বছবেবী অকাল-নিমীলিত জীবন ও আটাশ বছরের সৃষ্টিকালের মধ্যে তিনি রেখে গেছেন বিপুল দান হিসেবে ৩৯টি উপন্যাস, ২৬০এর কিছুবেশি ছােটােগল্প এবং বেশকিছু কবিতা, প্রবন্ধ, চিঠিপত্র ও ছােটােদেব উপযোগী রচনা। মৃত্যুর চারদর্শক পরেও এই ব্যতিক্রমী ও বিস্ময়সূষ্টিকবীি লেখক আমাদেব সাহিত্যে ও মননে অনিবাৰ্য্যভাবে প্রাসঙ্গিক হয়ে আছেন। স্রষ্টা মাত্রেই কিছু পবিমাণে বিশিষ্ট ও স্বতন্ত্র। কিন্তু মানিকোব স্বাতন্ত্র ও গভীবতার রহস্যভেদ ও অনুসন্ধান আজও বৈাধ কবি অসমাপ্ত। কপ্লোলেব কুলবর্ধন বলে তঁকে দাবি কবা হলেও তঁবি সাহিত্যে অতিরিক্ত যা ছিল তা হল অতিআধুনিকোব প্রতিবাদ থেকে নাস্তিকোর বিদ্রোহে উত্তরণ। যুগ-ব্যাধি তীর সাহিত্য শবীরের আযতক্ষেত্রে নির্মম নিবাভরণ অথচ বহস্যময় বুপে ছডিয়ে আছে। পারিবাবিক আনুকূল্যেবা মসৃণজীবনের পথ ত্যাগ কবে শুধুই সাহিতোব জন। যে অনিশ্চিত জীবন তিনি স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন, দুবাবে।াগ্য ব্যাধি দাবিদ্রা সামাজিক ও রাজনৈতিক জীবনেব। ঘাত-প্ৰতিঘাত সত্ত্বেও তাব কক্ষপথের উওঁবাযণ ও দক্ষিণাযনেব কেন্দ্রে ছিল সাহিত্যসাধনা। সমাজ-অর্থনীতি-বাজনীতি সংলগ্ন যে বাঙালি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জীবন, তার ইতিবৃত্ত বচনান মানিক-সাহিত্য অপবিহার্য। এই ঐতিহাসিক দাযিত্ববোধেই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি মানিক বন্দোপাধ্যায়েব সাহিত্যসমগ্র প্রকাশে উদ্যোগী হয়েছে। পাঠক-মনেব। সামনে থেকেও দৃষ্টির অগোচরে থেকে যাবে তার রচনাবলি––এ কাম নয়। মানিক-সাহিত্যের সামগ্রিক সংকলন আজও অসম্পূর্ণ। মানিক-সাহিত্যচর্চা, বিশ্ববিদ্যালযণ্ডবে গবেষণা বেশকিছু হলেও মানিকের যাবতীর্য রচনাব সুসম্পাদিত পাঠ থেকে পাঠকসমাজ বঞ্চিতই বিয়েছেন। এব। আগে গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড সাধামতো একপ্রস্থ রচনাবলি প্রকাশ করেছিলেন। কিন্তু দীর্ঘদিন তা বাজাবলভ্য ছিল না। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের স্বালাষ্ট্র এবং ৩থা ও সংস্কৃতি মন্ত্রী শ্ৰীবুদ্ধদেব ভট্টাচার্যেব্য ঐকান্তিক প্রচেষ্টায় এবং লেখক-পবিবাব ও গ্রন্থালখ কর্তৃপক্ষেব সহযোগিতায্য সমগ্ৰ মানিক-বচনাবলি নতুন কবে প্রকাশের পথে বাধা দূর হয়েছে। সকল পক্ষেত্র ঐকমত্যে এই দাযিত্ব ন্যস্ত হযেছে বাংলা আকাদেমির উপব। কাজটি সহজসাধ্য নয় । ኧ8 লেখকেল ভগ্নস্বাস্থ্য, গৃহিণীপনার অভাব, বারবাব বাসস্থান-পরিবর্তন, প্রথম যুগের প্রকাশকদেব অন্যমনস্কতা ইত্যাদি কাৰণে যাবতীয পাণ্ডুলিপি, প্রাসঙ্গিক তথ্য, প্রথম সংস্করণেব প্রকাশ-সমযা ইত্যাদি সংগ্রহ সহজ কাজ নয়। তবে শ্ৰীযুগান্তর চকবার্তা “অপ্ৰকাশিত মানিক বন্দ্যোপাধ্যান্য ডায়েরি ও চিঠিপত্র’ গ্রন্থ প্রকাশ কবে প্রামাণ্য তথ্যসংগ্রহেব কাজ অনেকটাই সহজ কবে দিয়েছেন। লেখকের পরিলারেব পক্ষ থেকুে দূর্লভ কয়েকটি পাণ্ডুলিপি আকাদেমিব অভিলেখাগবে প্রদান কৰাব। ফলেও কিছুকিছু পাঠনির্ণযে অভাবনীয় সুবিধা ঘটেছে। কাজে হাঁ৩ দিয়ে দেখা যাচ্ছে কিছু বচনা এখনও অসংকলি৩ রযেছে, বহু তথ্য সন্ধান করতে হচ্ছে, বিভিন্ন পত্রিকায প্রকাশিত পাঠ, বিভিন্ন সংস্করণেৰ পাঠভেদ, গ্রন্থাকারে প্রকাশেব সময় লেখকেৰ সংশোধন পবিমার্জন-পরিবর্তন ইত্যাদি পর্যালোচনা করে কৌতুহল সৃষ্টিকাবী বহু বিষয় পাওয়া যাচ্ছে। বাংলা আকাদেমি এই দুবুহ অথচ একান্ত প্রযোজনীয় কাজটি সম্পাদনের জন্য যোগ্য ব্যক্তিদের নিযে একটি সম্পাদকমণ্ডলী গঠন করেছে এবং তঁদেব তত্ত্বাবধানে যথাসম্ভব প্রথম প্রকাশেব কম অনুসাবে দশখণ্ডে এই বচনাসমগ্র প্রকাশে ব্ৰতী হযেছে। আশা করা যায় মানিক-পরিবারেব সৰ্ব্বাঙ্গীণ সহাযতা, সম্পাদকমণ্ডলীর শ্রম ও দক্ষতায্য মানিক-সাহিত্যেক এক আদর্শ-পাঠ পাঠকসমাজেব হাতে তুলে দেওযা সম্ভব হবে। বস্তু নতুন তথ্য, দুষ্মপ্রাপ্য দলিল এবং লেখকেল বিভিন্ন সময়েব স্বল্পপবিচিত ছবি, পাণ্ডুলিপিল অংশবিশেষ রচনাসমগ্রের আকর্ষণ বৃদ্ধি কববে। গ্রন্থপবিচয় ও পবিশিষ্ট অংশ এই রচনাবলিব অন্যতম সম্পদ বলে গণ্য হবে। বানানেব সমতাবিধানেল প্রযোজনে বাংলা আকাদেমির বানানবিধি এবং যুক্তাক্ষণেব স্বচ্ছতা-প্ৰয়াস অনুসৃত হযেছে। প্রকাশন সৌষ্ঠব ও সম্পাদনাবা উন্নতমান অক্ষুন্ন রেখে দাম যথাসম্ভব পাঠকের ক্রযক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। রাজ্য সবকারের সহায়তার ফলেই এটা সম্ভব হল। এই প্রকল্প বৃপায়ণেব সঙ্গে যাবা জড়িত রয়েছেন তঁদের সকলের কাছেই বাংলা আকাদেমি यूटस्ट3। সনৎকুমার চট্টোপাধ্যায় সচিব