পাতা:মামলার ফল-রবি রায়.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ গঙ্গা । শিৰু। গঙ্গণ ৷ শস্তু ! গঙ্গা । বিন্দু। মামলার ফল দ্যাখো ঠাকুর পো, বাপের বাড়ী তুলে কথা বোলোনি বলতেছি, ভাল হবেনে— আহা ! তুই আবার এর মধ্যি কথা বলতি এলি ক্যানে ? তুমি থামো ! কথা বলতি এলি ক্যানে ? কথায় কথায় আমার বাপের বাড়ী টানবে—আর আমি কথা বললিই যত দোষ । ভারী আমার গুরু ঠাকুর এয়েছে রে । দাদা, তোমার পরিবারেরে সামলাও বলতেছি। নইলে— নইলে কি করবে শুনি ? মারবে না কি ? মেনি মুখে পুরুষ, পরিবারে যেই এটুটু ফুক্ষর ফুস্কর করে নাগিয়েছে, আর অমনি উনি এয়েছেন কোমর বেধি ঝগড়া করতি । - বিন্দু তার ঘর থেকে বেরিয়ে এলো ] সব কথায় ছোট বউরে ধরে টান পাড়তে যেও নি বলতেছি দিদি, কি বলব, ভাস্করঠাকুর সামনে দাড়িয়ে, নইলে— শিবু। শঙ্কু। দি

  • ष्ट्र । गंघ ।

ভাস্কর বলে মান্তিটাই বা কি করতেছ ছোট বৌমা ? যেমন করে কীেদল করতি ছুটি এলে— ভাস্কর হয়ে এত বড় অপবাদটা দিওনি দাদা ! ছোট বোঁ কোদল করতি এয়েছে? আর বড় বৌঠান য্যাখন ছুটি এলো, কই ত্যাখন তো কিছু বলতি পারলে নে। মেনি মুখো ব্যাটা ছেলে যে তোমারে বলে নোকে— কে বলে । কোন শালা শালীরা বলে? আমি মেনি মুখো। ভূভারতে কেউ একথা বলতি পারবে নি । - না, বলতে পারবে নি। তেবু যদি চোষির স্বযুখে না দেখতুম! চোখ আমাদেরও আছে ঠাকুর পো, আমাদেরও আছে। পরিবারের কথা সব লোয়ামীই শোনে। কিন্তু তাই বলে তোমার মত মাগচাটা কেউ লয়। হবে নে ক্যানে ? কোন বংশ খেৰে মেয়ে এনিছ ঘরে—