পাতা:মামলার ফল-রবি রায়.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ २ মামলার ফল চৌধুরী। তা যা বলেছ। যাক—যে কথা বলছিলাম শোন, উঠোনটা এজমালি রইল। তবে যদি ইচ্ছে করো, মাঝখান দিয়ে ছ্যাচ বেড়া দিয়ে নিও। আর হ্যা, ঐ বঁাশ বাড়টা আর ভাগাভাগি করলুম না। ঐ তো কখনো বঁাশ, ও তোমাদের এজমালি সম্পত্তি হয়েই রইল। শিবু। আজ্ঞে আমার এটুটা নিবেদন ছেল চৌধুরীমশাই। চৌধুরী। বেশ তো বল না। দু ভায়ের সাক্ষাতেই কথাটা হয়ে যাওয়া ভাল। দত্ত। হ্য, হ্যা-বলা কওয়ার যা কিছু আছে, তা পাঁচজনের মোকাবিলাতেই বলে নেওয়া উচিত । শিৰু। আজ্ঞে, আমি বলছি যে, ঐ বঁাশ বাড়টা আমার একারই চাই আঞ্জে । ঘরদের সব পুরোনো হয়ে গেছে। চালের বাতা বাকারি বদলাতি, কি খুটোখাটা দিতি বঁাশ তো আজ্ঞে নিত্যিই দরকার। তা নিজের থাকতি— শম্ভু ! আহা হা। ওর ঘরের খুটে-খাটা দিতিই শুধু বঁাশ চাই—আর আমার ঘরে ধ্যানে কলাগাছ চিরে দিলিই হবে না! না, সে হবেনি, চৌধুরী মশাই, বঁাশ বাড়টা আমার ভাগে না থাকলিই চলবেনি। চৌধুরী। আহা, ঘর সংসার করতে গেলে বাশ বাকারির দরকার তো সকলেরই হয়। স্বতরাং ওটুকু তোমাদের এজমালিই রইল। দত্ত। বাস, এ তো ভালো বন্দোবস্তই হল । শিবু। কিন্তু এই নিয়ে আবার— চৌধুরী। না, আর ঐ সামান্ত জিনিসটা নিয়ে মনে তোমাদের কোন কিন্তু রেখে না শিৰু শস্থকেও তাই বলছি। আপোষে দুজনে পৃথগন্ন হলে— যে যার নিজের অংশ নিয়ে সম্ভষ্ট থেকে। নিজেদের মধ্যে ঝগড়া বাটি করে গায়ের লোকের মুখ হালিও না। চল বস্তুজা, এবার আমরা বাই। [cर्छौधूबौ शशाहे ७ शख बनारे व्रण cगtणन । बक शैtब शैौरब्र चक्कब्र হয়ে গেল। ]