পাতা:মামলার ফল-রবি রায়.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br মামলার ফল গঙ্গা। শোন কথা ছেলের। কোথায় চ্যান, কোথায় কি ? দস্তির মত ঢুকেই বলে, দে ভাত। ভাত কি আজ খেতি আছে ? গয়া। ফলার তোর পচুক। রোজ রোজ আবাসীরা ঝগড়া করবে, আর রোজ আমি তিন পোর বেলায় ভাতে ভাত খাবো ? না, আমি তোদের কারুর কাছে খেতি চাই নে— [ চলে যেতে উদ্যত হলে গঙ্গামণি র্কাদ কঁাদ হয়ে বলল ] ،سه গঙ্গা। আজ ধীর দিনে কারো কাছে চেইয়ে খেইয়ে অমঙ্গল করিস নে গয়া। নক্ষ্মী বাপ আমার—না হয় চারটে পয়সা দেবোরে, শোন— গয়া। চাইনে আমি ফলার, চাইনে আমি পয়সা, তোর ফলারে আমি ইয়ে করি । [ প্রস্থান : গঙ্গা। কথায় বলেনে, পর কখনো আপন হয় না। হবে কি কইরে ? বলি বাপটাই যার মানুষ লয়— ফেলারাম । [ নেপথ্যে সাড়া দিয়ে উঠোনের মধ্যে এসে দাড়াল ] কৈ গো, বড় গিল্পী, কোথায় ? এই যে—তা একা একা কার সঙ্গে কথা কইতেছ গো ? গঙ্গা । কইতেছি আমার কপালের সঙ্গে । ফেলা। ভাল, ভাল—বুঝলে বড় গিল্পী, নিজের কপালের সঙ্গে কথা বলা ভাল। তা তারও তো এটুটা কারণ চাই গো । বলি হল টা কি ? গঙ্গা। হবে আবার কি ? বলতেছি আমাদের গয়ারামের কথা। এত করে বলচু-ওরে চটু করে চ্যান করি ফলারটা খেইয়ে যা—তা’ শুনলে আমার कषा ! थांब चांबांप्रबं में cशफेगिन्नैौछैिe श्रब्रहछ् पैिरू ८गहे ब्रकब ।। বলি, পেটে না হয় নাই ধরেছিল—ভেৰু তো তোরই ছেলে না কি ? ফেলা। তা ছেলে তো বটেই, তবে কি জানে, সতীন পুংতো— গঙ্গ। জ্যা-জাই । সতীন পুত্তর বলেই এতটা বেলা হইয়ে গেল, ছেলেটারে