পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাচু। শিবু । পাচু ήτη চতুর্থ দৃপ্ত આ છે আমি তো অনেক আগেই দেখেছি—এবার তুমি স্তাখো । তবে কিনা, এ তোমাদের ঘরোয়া ব্যাপার, আর আমি হস্থ কুটুম মাহূব । ঐ তো তোমার দোষ পাঁচু। বড্ড বাজে বকে তুমি । আরে বিপদে আপদে মানুষ তো আত্মীয়-কুটুমের সাক্ষাতেই সলা-পরামর্শ নেয় না কি ? এই ধর না, জমিদার বাড়ী যাবার সময় তোমাকে সঙ্গে নেগেলুম ক্যানে ? না—তুমি নেখা-পড়া জানা নোক, কোট-কাছারীর ঘাত-ঘোত সব তোমার জানা— তা—বুঝলে সামন্ত মশাই, তোমার বাপ-মার আশীব্বাদে পাচু নস্করকে অনেক নোকেই ডাকে। আর ধর, নেখাপড়া শেখাই বা ক্যানে ? না— যদি পাচজনের উব গারে নাগে। তা আমি বলছিছু কি জানো সামন্ড মশাই,—গয়ারাম আমাদের দুই বজাত ঠিকই। কিন্তু কি বলে, ওর জ্যাঠাইমার গায়ে হাত তোলার সাহসই ওর হবে না—যদি না ওর পেছনে নোক থাকে। না, কি বল দিদি ? তা নয় তো কি ? ' এই এতটুকু বেলা খেকি আমি তারে কোলেপিঠি কইরে মাছৰ করিছি—আমি তারে চিনিনে! এ নিধ্যাৎ ওর সংসা আৰাগীর কাজ । পাচু। ঐ তো, ঐ তো ভুল করলে দিদি। তোমাদের দোষ কি জান, তোমরা শুধু কাছের টুকুই ছাখো। কিন্তু জাড়ালে খেকি ষে কলকাঠি নাড়ে— শিৰু। হেঁয়ালি রেখে এটুটু খুলে বল তো পাচু। আমি তো এর কিছুই বুঝতি পারতেছি নে । পাঁচু। এই সোজা জিনিসটা বুজতি পারলে না সামন্ত মশাই ? শিৰু। F1 || পাঁচু। সে ভূমি বুজতি পারবেও নে। আমি বলি কি, এর মজি ঐ ছোট সামন্ডের কাল্পসাজি আছে। সেই নিজের ছেলেকে উলকে জে-স, कि क्ण ििक !