পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woe মামলার ফল তারে কোলে তুলে নে যশোদে, তার মুখের অন্ন কাড়িস নে ॥ বৈরাগী। দুটো ভিক্ষে পাই মা, ভগবান তোমাদের ভাল করবেন। [ গঙ্গামণি ভিক্ষে দিলে বৈরাগী চলে গেল। একটু পরে চুপিচুপি গয়ারাম এসে ঢুকল। তারপর এদিক ওদিক চেয়ে একেবারে গঙ্গামণির পিছনে গিয়ে ডাকল— ] গয়া । জ্যাঠাইমা—আচ্ছা, তোর যা আছে তাই দে। আমার বডড খিদে পেইয়েছে। গঙ্গা। বেহায়া, পোড়ার মুখে। আবার আমার কাছে এসেছিল ? দূর হ, দূর হ এখেন থেকে । গয়া। ইং, দূর হবে । তোর কথায় দূর হবো ? গঙ্গা। হারামজাদা নচ্ছার । আমি আবার তোকে খেতি দেবো ? গয়া । তুই দিবিনিতে কে দেবে ? আমার কি মা আছে ? গঙ্গা । মা থাকবে কি করি ? মাকে তো জন্মেই খেইয়েছিস । এখন আমাকে খু!—খেইয়ে শাস্তি পা। মুখপোড়ার এত বড় সাহস– গয়া। ক্যানে তুই ইহুরের দোষ দিয়ে মিছে কথা বললি ? নইলে তো আমার রাগ হয় না। দে না খেতে শীগগীর রাঙ্গুলী। আমার পেট ৰে জলে গেল । গঙ্গা। ওঃ, পেট জইলে গেল। পেট জইলে গেল তো তোর সৎমার কাছে ঘানা। এখানে মরতি এসেছিল ক্যানে ? - গয়া। সে আৰাগীর নাকি আবার আমি মুখ দেখব ? গুৰু ঘরে আমার ছিণগাছাটা জানতি গেছি—তো বলে কিনা, দূর হা-দূর হ ! এইবার জেলের ভাত খেগে যা। : - ‘গঙ্গা। তা তোর কপালে সেই জেলের ভাতই আছে। অামার গায়ে তুই হাত "তুলিম? এত বড় তোর আম্পদ।