পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম দৃপ্ত WAWO শিবু ও ব্যাতটুকু বা তদোবার—তা সবই আমি শুদিয়ে নিয়েছি। না, কি বল পাচু ? পাচু। তা’ লয়তো কি ? আর তা ছাড়া, আমারই তো বড় ভগ্নী—আমি তে৷ তারে চিনি, মিছে কথা বলবার নোকই সে লয় । চৌধুরী। কিন্তু আমি বলছিলুম কি জানো শিবু, পাড়াগায়ে এ রকম ঝগড়া, কোদল—ও তোমার সব ঘরেই হয়ে থাকে, তা বলে থানা পুলিশ ডেকে কেউ— আর তা ছাড়া মনে করো—এতে তো সারা গায়েরই ইজ্জত যায়। আশেপাশের পাচটা গায়ের লোক বলবে—গায়ে কি এমন একটা মাতুষ ছিল না, যে এর একটা মীমাংসা করে দেয়। তাতে তো ধরে, আমাদের সকলেরই অপমান । চৌধুরী। অপমান বলে অপমান! এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না । শঙ্কু। তা আমি বলি কি দাদা—দারোগাবাবু এলি আমাদের চৌধুরী মশাই আর দত্তজা মিলে, তারে বুঝিয়ে বাজিয়ে—তা, তার জঙ্কি যদি কিছু খরচা করতি হয়— শিবু। সে আর একন হয়নে বাপু । 5. " झंख् । ফেলা সে তুমি বিবেচনা করে দেখো। তবে চৌধুরি মশায়ের মান ইজতের কথাটাও একটু ভেবে দেখো। গায়ের জমিদার। তার উপর আবার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট । ” [ বাইরে পান্ধী বেহারাদের ছমহাম শৰ । ঐ—ঐ বোধহয় জারোগাবাবু এসে পড়লেন । ফেলারামের প্রবেশ ] কই গো শিবু, আরোগাবাবু এইলে গিয়েছেন । পাঞ্জ পেশাম হজুৰ। আপনিও আজে এইসে গিয়েছেন। নমস্কার হই তেজ। V2