পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२ শিৰু। পাচু। পাচু। শিবু । পাচু। শিবু। পাচু। শিবু। পাচু। শিবু । পাচু। মামলার ফল রোজ রোজ মাগীর শরীল খারাপ ! রাধতি পারবিনি তো, বেরো, বেরো আমার বাড়ী থেইকে । ( ধাক্কা দিতে গঙ্গামণি পড়ে গেল, শিৰু তাকে একটা লাথি মারল ) আহা হা, করছ কি সামন্ত মশাই। তুমিও কি থেপলে নাকি ? (পাচু শিবুকে টেনে সরিয়ে দিল, মঞ্চ অন্ধকার হয়ে গেল) बबम शूश्व [ শিবুর বাড়ী। দৃশ্যসজ্জা পূর্ববং ] তুমি এমন মুশড়ে পড়লে কেন সামস্ত মশাই ? কোথায় আর যাবে ? দিদি নিশ্চয়ই আমাদের বাড়ীতে গিয়েছে। না হে পাচু না । সেখায় আমি নোক পাঠিয়েছিয়। তবে ? আমিও তো তাই ভাবতেছি । ঝগড়া-ঝাটি বা অশাস্তি তো আর সমূসারে নতুন লয়, রাগারগির মুখে বাপের বাড়ী চলে যাব বলে ভয় দেখালেও আজ পজন্ত নিজের থেকি কখনো তোমাদের বাড়ীতে ও যায় নি। তা অবগু ঠিক । বে'র পর আজ পজন্ত নিজের থেকি ককনো তোমাদের বাড়ীতে যায় নি সে । হয় আমি নিজে নে গেছি, আর নয়তো গয়ারে নে— আমিও তো তাই ভাবছি সামস্ত মশাই। দিদির ষে এমন মতিগতি হবে— আসলে কি জানিল পাচু, ঐ ছোড়াটার জন্তি তোর দিদির মনটা পুড়তেছে। নিজের ধেটা হয়েছেল, সেটা তো আতুরেই মইরেছে। তারপর ঐ গয়াটায়েই তো সে— তা, সেও তেমনি তার দাম দিয়েছে—চ্যাল কাঠেরঙ্গাড়ি মেইরে।