পাতা:মামলার ফল-রবি রায়.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম দৃপ্ত 89 শিবু। না, ন, ওকথা বলিস নে পাচু । অন্যায় অবপ্তি ছোড়াটা কইরেছে— কিন্তু জ্যাঠাইমারে ভালোও তো সে বাসে । পাচু । ই্যা, বিড়াল যেমন ভালবাসে মাছ। জানে তো; ষে জ্যাঠাজ্যেঠী মরলে বিষয়-সম্পত্তি যা সব আছে— শিবু । সে কথা অবিহি ঠিক। যা একটু ধূলোগুডো আমাদের আছে, তা তে ওরাই পাবে। কিন্তু তা লয়। সত্যিকারের আঁতের টানটুকুও च्य्राएछ । পাচু । আচ্ছা সামন্ত মশাই, তোমার পিসির বাড়ীতে যায় নি তো দিদি ? শিবু । পিসির বাড়ী ? ত, অবিপ্তি যেতি পারে। তা দেখি সেখেনে একবার নোক পাঠিয়ে। তুই তাহলি বাড়ীতেই থাকিস, আমি একুনি আসতেছি। [ প্রস্থান ] পাচু। দিদির যত আদিখ্যেতা। ভারী তো তোর দেওরের ছেলে, তা তার জন্তি একেবারে বিশ্বশুদ্ধ অন্ধকার দেখতেছিল। ছেলে নেই, পুলে নেই, এতটা বিষয় সম্পত্তি—তা নিজের ভায়ের ছেলেটারে পুস্তি নে । ফেলা। [ নেপথ্যে ] শিবুদা আছ নাকি ? ও শিবুদা। পাচু। কে ? ভেতরে এসো। [ ফেলারামের প্রবেশ ] পাচু। ও, ফেলারাম, তা কি খবর ? ফেলা। এই এমু এটুটু, শিবুদার ঠেয়ে। পাচু। ছোড়াটার কোন খোজ পেলে নাকি ? ফেলা। হ্যা, খবর এটুটা পেয়েছি, তবেপাচু । আরে হবে, হবে। সে তো ড়োমারে বলেই রেইখেছি ফেলারাম, পাক খবর যদি দিতি পারে, তাহুলি নগদ— ফেল । আরে সেই কথা বলতিই তো এয়েছিজু গো । খবর একেবারে পাকা । বাজে খবরের কারবার ফেলা চৌকিদার করে মে।